বরগুনায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মো. গিয়াস উদ্দিন নামে একজন যুবকের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (৮ জুলাই) রাত ৯টার দিকে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। গিয়াস পাথরঘাটায় পৌরশহরের ৫ নম্বর ওয়ার্ডের হাবিব ডাক্তারের ছেলে।
এ নিয়ে জেলায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ৩২ জনের মৃত্যু হয়েছে। যাদের মধ্যে ২৫ জনের বাড়ি বরগুনা সদর উপজেলায়, চারজনের বাড়ি বেতাগী উপজেলায় এবং তিনজনের বাড়ি পাথরঘাটা উপজেলায়।
স্বজনরা জানান, কয়েকদিন আগে জ্বরে আক্রান্ত হন গিয়াস। পরে টেস্টে ডেঙ্গু ধরা পড়লে তাকে পাথরঘাটা উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এরপর মঙ্গলবার সকালে তার অবস্থার অবনতি হলে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এরপর রাতে সেখানে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার।
গিয়াস উদ্দিনের স্বজন আলম বলেন, ‘গিয়াসের মরদেহ পাথরঘাটার তার নিজ বাড়িতে আনা হয়েছে। তার মৃত্যুতে এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।’
পিএ/টিএ