রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ওপর চটেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি রাশিয়ার বিরুদ্ধে অ্যাকশনে যাওয়ার ঘোষণা দিয়েছেন। মস্কোর বিরুদ্ধে অতিরিক্ত নিষেধাজ্ঞা আরোপের বিষয়ে চিন্তাভাবনার কথা জানিয়েছেন তিনি।
মঙ্গলবার (৮ জুলাই) আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইউক্রেনে চলমান যুদ্ধের জন্য রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের প্রতি অসন্তোষ প্রকাশ করেছেন। তিনি মস্কোর বিরুদ্ধে অতিরিক্ত নিষেধাজ্ঞা আরোপের বিষয়ে চিন্তাভাবনা করছেন বলে জানিয়েছেন।
মঙ্গলবার হোয়াইট হাউসে মন্ত্রিসভার বৈঠকে ট্রাম্প বলেন, পুতিন সব সময় খুব ভদ্র ব্যবহার করেন; কিন্তু শেষ পর্যন্ত তা নিরর্থক প্রমাণ হয়।
আমাদের ওপর অনেক বাজে চাপ দিচ্ছেন তিনি। তিনি অনেক মানুষ মেরে ফেলছেন—তার সৈন্যদেরও, ইউক্রেনের সৈন্যদেরও।
রাশিয়ার বিরুদ্ধে অ্যাকশনে যাচ্ছে যুক্তরাষ্ট্র
রাশিয়ার ওপর মার্কিন সিনেট প্রস্তাবিত নতুন নিষেধাজ্ঞার প্রশ্নে তিনি বলেন, আমি খুব গুরুত্ব দিয়ে বিষয়টি দেখছি। তবে বিস্তারিত জানাতে অস্বীকৃতি জানিয়ে সাংবাদিকদের বলেন, আমি আপনাদের বলে দিতাম না। একটু চমক থাকা কি ভালো নয়?
এদিকে একই দিনে ব্রিটিশ পার্লামেন্টে দেওয়া ভাষণে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাক্রোঁ বলেন, ইউরোপ কখনো ছেড়ে যাবে না ইউক্রেনকে।
তিনি বলেন, যুক্তরাজ্য ও ফ্রান্স মিলে একটি জোট গঠন করে ইউক্রেনকে সহায়তা অব্যাহত রাখবে।
মার্কিন গণমাধ্যম জানিয়েছে, অস্ত্রের মজুত কমে আসায় ওয়াশিংটন ইউক্রেনে ক্ষেপণাস্ত্র ও গোলাবারুদ সরবরাহ সাময়িকভাবে স্থগিত করেছে। পেন্টাগন জানিয়েছে, যুক্তরাষ্ট্রের অস্ত্র সক্ষমতার পর্যালোচনা চলছে।
প্রতিবেদনে বলা হয়েছে, প্রার্থী হিসেবে ট্রাম্প ইউক্রেন যুদ্ধ দ্রুত শেষ করার প্রতিশ্রুতি দিলেও পুতিনের সঙ্গে কয়েকবার ফোনালাপ করেও তিনি এখন পর্যন্ত সহিংসতা থামাতে পারেননি।
মঙ্গলবার ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ জানান, ইউক্রেন নতুন আলোচনার তারিখ প্রস্তাব করার অপেক্ষায় রয়েছে মস্কো। তিনি বলেন, যখন তারিখ ঠিক হবে—আমরা আশা করি খুব শিগগির হবে, তখন আমরা ঘোষণা দেব।
এমআর/এসএন