বিভিন্ন দেশি ও আন্তর্জাতিক চ্যালেঞ্জের মুখেও তৈরি পোশাক রপ্তানিতে একক দেশ হিসেবে বিশ্ববাজারে দ্বিতীয় শীর্ষ অবস্থান ধরে রেখেছে বাংলাদেশ। তবে গত বছরের তুলনায় দেশের বাজার হিস্যা সামান্য কমেছে ০ দশমিক ৪৮ শতাংশীয় পয়েন্ট।
চীন বরাবরের মতো এবারও শীর্ষ অবস্থানে রয়েছে, যদিও তাদের বাজার হিস্যা ২ শতাংশীয় পয়েন্ট কমে গেছে। এদিকে, তৃতীয় স্থানে রয়েছে ভিয়েতনাম, যারা ধীরে ধীরে নিজেদের অবস্থান আরও শক্ত করছে।
বিশ্ব বাণিজ্য সংস্থার প্রতিবেদনে এমন তথ্য উঠে এসেছে। তাতে বলা হয়, গত বছর বৈশ্বিক পণ্য ও সেবা বাণিজ্য ৪ শতাংশ বেড়ে ৩১ দশমিক ৫ ট্রিলিয়ন মার্কিন ডলারে দাঁড়িয়েছে। যা আগের বছর ২ শতাংশ হ্রাস পেয়েছিল।
২০২৪ সালে বিশ্বের বিভিন্ন দেশ ৫৫৭ দশমিক ৫০ বিলিয়ন ডলারের তৈরি পোশাক আমদানি করে। প্রবৃদ্ধি হয়েছে ৭ শতাংশ। আর তার আগের বছর ২০২৩ সালে বিভিন্ন দেশ তৈরি পোশাক আমদানি করেছিল ৫২০ বিলিয়ন ডলারের।
এদিকে, টানা দুই বছর ধরে বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানি ৩৮ বিলিয়ন ডলারের ঘরে আছে। গত বছর রপ্তানি হয়েছে ৩৮ দশমিক ৪৮ বিলিয়ন ডলার। প্রবৃদ্ধি হয়েছে মাত্র দশমিক ২১ শতাংশ।
কেএন/টিএ