চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার সীমান্তবর্তী কার্পাসডাঙ্গা এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় ৯ কেজি ভারতীয় দানাদার রুপা জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বুধবার (৯ জুলাই) দুপুর ২টার দিকে অভিযান চালিয়ে এসব রুপা জব্দ করে চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন (৬ বিজিবি)।
চুয়াডাঙ্গা-৬ বিজিবির পরিচালক লে. কর্নেল নাজমুল হাসান জানান, গোপন সূত্রে ভারত থেকে বাংলাদেশে রুপা পাচার হওয়ার খবর পান। এমন সংবাদের ভিত্তিতে উপজেলার মুন্সিপুর বিওপির হাবিলদার মো. মিজানুর রহমানের নেতৃত্বে বিজিবির একটি সশস্ত্র টহল দল সীমান্ত মেইন পিলার ৯৩/৪-আর থেকে ১ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে কার্পাসডাঙ্গা মুচির বটতলা এলাকায় অবস্থান নেয়।
অভিযানের সময় একটি যাত্রীবিহীন ইজিবাইককে সীমান্ত এলাকায় সন্দেহজনকভাবে চলাচল করতে দেখে টহলদল থামার সংকেত দেয়। তবে বিজিবি সদস্যদের উপস্থিতি টের পেয়ে চালক ইজিবাইক ফেলে দৌড়ে পালিয়ে যায়। পরে ইজিবাইকটি জব্দ করে তল্লাশি চালানো হয় এবং চালকের আসনের নিচে লুকানো একটি প্যাকেট থেকে ৯ কেজি ভারতীয় দানাদার রুপা উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত রুপার আনুমানিক বাজারমূল্য প্রায় ২৩ লাখ ৫৯ হাজার টাকা বলে জানিয়েছে বিজিবি।
এ ঘটনায় মুন্সিপুর বিওপির হাবিলদার মিজানুর রহমান বাদী হয়ে দামুড়হুদা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।
বিজিবির পক্ষ থেকে জানানো হয়, জব্দকৃত রুপা সরকারি বিধান অনুযায়ী পরবর্তী আইনানুগ প্রক্রিয়ার মাধ্যমে চুয়াডাঙ্গা ট্রেজারি অফিসে জমা দেওয়া হবে। পাচারকারীদের শনাক্ত ও আটক করতে অভিযান অব্যাহত রয়েছে।
কেএন/টিএ