শ্রীলঙ্কা সফরে টেস্টের পর ওয়ানডে সিরিজও হেরেছে বাংলাদেশ দল। সবশেষ তিন ম্যাচ ওয়ানডে সিরিজে লঙ্কানদের কাছে ২-১ ব্যবধানে হেরেছে টাইগাররা। দলের পারফরম্যান্স ভালো না হলেও এই সিরিজে ব্যক্তিগত পারফরম্যান্সে উজ্জ্বল ছিলেন বাংলাদেশের একাধিক ক্রিকেটার। সেটার প্রভাব পড়েছে তার র্যাংকিংয়েও।
বুধবার (৯ জুলাই) আইসিসির ওয়েবসাইটে প্রকাশিত ওয়ানডে ব্যাটসম্যানদের হালনাগাদ র্যাঙ্কিংয়ে বড় লাফ দিয়েছেন জাকের আলী অনিক। ৩২ ধাপ এগিয়ে ৫৯তম স্থানে উঠে এসেছেন বাংলাদেশের এই উইকেটকিপার–ব্যাটসম্যান। শ্রীলঙ্কায় বিপক্ষে ৩ ম্যাচে ৩৪ গড়ে ৭৩.৩৮ স্ট্রাইক রেটে ১০২ রান করেন জাকের।
ব্যাটারদের তালিকায় উন্নতি করেছেন তাওহিদ হৃদয়ও। সিরিজের শুরুটা ভালো না হলেও শেষ দুই ম্যাচে দারুণ ব্যাটিংয়ে পেয়েছেন জোড়া ফিফটি। তাতেই শ্রীলঙ্কা সিরিজে বাংলাদেশের ব্যাটসম্যানদের মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ রান (৩ ইনিংসে ৩৪.৩৩ গড়ে ১০৩) করা এই ব্যাটার ৭ ধাপ এগিয়ে ৫১তম স্থানে উঠে এসেছেন।
বাংলাদেশের ওপেনার তানজিদ হাসান তামিম শ্রীলঙ্কা সিরিজে ৩ ইনিংসের মধ্যে একটিতে ফিফটি পান। প্রথম ম্যাচে ৬১ বলে ৬২ রানের ইনিংস খেলা তানজিদ হাসান তামিম এগিয়েছেন ১৯ ধাপ। তিনি বর্তমানে আছেন ৮৫ নম্বরে। তবে ওয়ানডে র্যাঙ্কিংয়ে শীর্ষ ৩০ ব্যাটসম্যানের মধ্যে বাংলাদেশের কেউ নেই।
লঙ্কান সিরিজে রান–খরায় ভোগা নাজমুল হোসেন শান্তর ৬ ধাপ অবনমন হয়েছে। তিনি নেমে গেছেন ৩৪তম স্থানে। বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক মেহেদী হাসান মিরাজ ৩ ইনিংসে মোটে ৩৭ রান করে ৫ ধাপ নিচে নেমে ৭২তম স্থানে আছেন। ৮ ধাপ অবনমন ঘটেছে রান–খরায় থাকা লিটন দাসের। তার অবস্থান ৭৮তম।
বোলারদের র্যাঙ্কিংয়ে উন্নতি করেছেন তানজিম হাসান সাকিব। তিন ম্যাচে ৬ উইকেট শিকার করে ১৮ ধাপ এগিয়ে উঠে এসেছেন ৯২ নম্বরে। দুই ধাপ এগিয়ে ২৬ নম্বরে আছেন তাসকিন আহমেদ। আর মুস্তাফিজুর রহমান ১১ ধাপ পিছিয়ে ৪৬ নম্বরে অবস্থান করছেন।
কেএন/টিএ