'কিছু সীমাবদ্ধতা ছিল, ভুল করেছি আমরাই', পিএসজির কাছে হেরে বললেন কোচ জাবি

সবশেষ মৌসুমে শূন্য হাতে শেষ করেছিল রিয়াল মাদ্রিদ। এরপর কার্লো আনচেলত্তির জায়গায় তাদের নতুন কোচ হিসেবে দায়িত্ব নেন জাবি আলোনসো। স্প্যানিশ এই কোচের অধীনে ফিফা ক্লাব বিশ্বকাপ জিততে মুখিয়ে ছিল লস ব্লাঙ্কোসরা। তবে ভীষণ হতাশার মৌসুমে ট্রফি শূন্যই থাকল ই্উরোপের সফলতম দলটি।

বুধবার (৯ জুলাই) রাতে নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে ক্লাব বিশ্বকাপের সেমিফাইনালে রিয়াল মাদ্রিদকে ৪-০ গোলে বিধ্বস্ত করেছে প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি)। ইউরোপের সবচেয়ে সফল ক্লাবটির এমন হার অনেকটাই দৃষ্টিকটু। যে কারণে সেটি মেনে নিতেও কষ্ট হচ্ছে রিয়ালের ভক্ত-সমর্থকদের।

এদিন ফরাসি ক্লাবটির গোছানো আক্রমণাত্মক ফুটবলের সামনে খুঁজেই পাওয়া যায়নি রিয়ালকে। দ্বিতীয়ার্ধে খেলায় একটু উন্নতি করলেও ইউরোপিয়ান চ্যাম্পিয়নদের চ্যালেঞ্জই জানাতে পারেনি স্প্যানিশ জায়ান্টরা। জোড়া গোল করেছেন ফাবিয়ান রুইস, একটি করে গোল করেছেন উসমান দেম্বেলে ও গন্সালো রামোস।



পিএসজির কাছে হারের দগদগে ঘা এখন রিয়ালের ফুটবলারদের গায়ে। এই হারের কষ্ট সহজে ভুলতে পারবেন না ভক্তরাও, দীর্ঘদিন ধরে এমন একপেশে লড়াই পোড়াবে তাদের। তবে রিয়াল কোচ আশ্বস্ত করেছেন, আগামী মৌসুমে আরও ভালো কিছু দেখা যাবে এবং রিয়ালও একেবারে নতুন কিছু করে দেখাবে।

ম্যাচের পর আলোনসো বলেন, ‘(দুই মৌসুমের মাঝের) বিরতির পর আমরা নতুন যুগ শুরু করবো, একদম সতেজ মানসিকতা নিয়ে। আমরা এমন এক দল গড়তে চাই যারা একসঙ্গে খেলবে, ইউনিট হিসেবে কাজ করবে…। আমরা (শিরোপা থেকে) এক ধাপ দূরে ছিলাম, এটা কষ্টদায়ক, এখন দেখা যাক কী হয়।’

এই ম্যাচে রিয়ালের অনেক দিনের চর্চা বাদ দিয়ে নতুন কৌশল অবলম্বন করেন আলোনসো। আগের ম্যাচগুলোতে পাঁচ ডিফেন্ডার নিয়ে খেললেও বুধবার রক্ষণভাগে আলোনসো রেখেছেন চারজনকে। কিন্তু ৪৩ বছর বয়সী স্প্যানিশ মাস্টারমাইন্ডের এই পরিকল্পনা সফল হয়নি।

রিয়ালের রক্ষণভাগের দুর্বলতার সুযোগে মাত্র ৯ মিনিটেই দুটি গোল করে ফেলে পিএসজি। ৬ মিনিটে পিএসজিকে প্রথম লিড এনে দেন ফ্যাবিয়ান রুইজ। তিন মিনিট পরে রিয়ালের বক্সে ঢুকে ব্যবধান ২-০ করেন উসমান ডেম্বেলে। ২৪ মিনিটে দলের তৃতীয় ও নিজের দ্বিতীয় গোল করেন স্প্যানিশ মিডফিল্ডার রুইজ।

৩-০ তে এগিয়ে থেকে দ্বিতীয়ার্ধে ৪৭তম মিনিটে রিয়ালের জালে বল পাঠান দিজিরে দুয়ে। কিন্তু অফসাইডের জন্য মেলেনি গোল। আর একপেশে ম্যাচের ৮৮তম মিনিটে ব্যবধান আরও বাড়ান বদলি নামা গঞ্জালো রামোস। খুব কাছ থেকে গতিময় শটে জাল খুঁজে নেন পর্তুগিজ ফরোয়ার্ড।

আলোনসো বলেন, ‘আমরা দুই গোল খেয়ে খেলায় ঢোকার আগেই পিছিয়ে গিয়েছিলাম। আমাদের ফুটবলের মান আজ খুব নিচে নেমে গিয়েছিল।এটা খুবই বেদনাদায়ক পরাজয়। তবে এই ব্যথা থেকেই ভবিষ্যতের শিক্ষা নিতে হবে আমাদের।’

বিরতির পরও রিয়াল বড় কোনো পরিবর্তন আনেনি। এরপর দ্বিতীয়ার্ধের মাঝামাঝি সময়ে একাধিক পরিবর্তন আনেন আলোনসো। ভুল থেকে শিক্ষা নিয়ে আগামীতে আরও উন্নতির কথা জানিয়েছেন রিয়াল কোচ, ‘কিছু সীমাবদ্ধতা ছিল, ভুল করেছি আমরাই। এসব দেখে ভবিষ্যতের জন্য প্রস্তুতি নেওয়া সহজ হয়।’

এই ঘোষণায় পরিষ্কার, আগামী মৌসুমে রিয়াল মাদ্রিদের স্কোয়াড এবং কৌশলে বড় ধরনের পরিবর্তন আসতে চলেছে। কোচ হিসেবে নিজের প্রথম পূর্ণ মৌসুমে আলোনসো যে বড় কিছু গড়ার স্বপ্ন দেখছেন, তা বলার অপেক্ষা রাখে না।

এমআর/এসএন 

Share this news on:

সর্বশেষ

img
‘সরকার বরাবরের মতোই নীরব’, মিটফোর্ডের ঘটনায় বাঁধন Jul 12, 2025
img
মিটফোর্ডের ঘটনায় আরও একজনসহ মোট গ্রেফতার ৫ Jul 12, 2025
img
কেবল পর্দার সামনে নয়, ক্যামেরার পেছনেও আসছেন এই অভিনেতারা Jul 12, 2025
তোমরা তো ১৩ মাসের নেতা; মুখ খুললেন সাংবাদিক নেতারা! Jul 12, 2025
img
'তারেক রহমানকে নিয়ে রাজপথে যে অশ্লীল অশ্রাব্য স্লোগান দেয়া হচ্ছে তার পরিণতি ভালো হবে না' Jul 12, 2025
img
নতুন বাংলাদেশের আকাঙ্ক্ষা ও বাস্তবতায় আসমান জমিন ফারাক: রিফাত রশিদ Jul 12, 2025
img
শ্রীলঙ্কাকে উড়িয়ে দিলেও ফিনিশিংয়ে ভরসা পাচ্ছেন না কোচ Jul 12, 2025
img
কুবি শিক্ষার্থীদের ৩টি বাস উপহার দেওয়ার ঘোষণা দিলেন উপদেষ্টা আসিফ Jul 12, 2025
img
ফেনীর বন্যা দুর্গত এলাকা পরিদর্শনে উপদেষ্টা ফারুক-ই-আজম Jul 12, 2025
img
মধ্যপ্রাচ্যে ট্রাম্পের ‘শান্তির তত্ত্ব’ ভেস্তে গেছে: ইরান Jul 12, 2025
img
আবারও একসঙ্গে রাজ–মন্দিরা, আসছে ‘প্রতিদ্বন্দ্বী’ Jul 12, 2025
img
জোতাকে সম্মান জানিয়ে চিরতরে অবসরে লিভারপুলের ২০ নম্বর জার্সি Jul 12, 2025
img
পাশবিক এই হত্যাকাণ্ডের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা নেয়া হবে: আসিফ নজরুল Jul 12, 2025
img
অনুমতি ছাড়া মাছ ধরায় সৌদিতে বাংলাদেশি আটক Jul 12, 2025
img
ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফের গুলিতে নিহত ১ বাংলাদেশি Jul 12, 2025
img
গাজাকে শিশুদের কবরস্থান বানাচ্ছে ইসরাইল: জাতিসংঘ Jul 12, 2025
img
মিটফোর্ডে হত্যাকাণ্ড নিয়ে রাষ্ট্রদূত মুশফিকের আবেগঘন প্রতিক্রিয়া Jul 12, 2025
img
উইম্বলডন থেকে বিদায় নিলেন সার্বিয়ান তারকা জোকোভিচ Jul 12, 2025
img
বিচ্ছেদের গুঞ্জনে মুখ খুললেন নয়নতারা Jul 12, 2025
img
ডোমিনিকান উপকূলে নৌকা ডুবে প্রাণ গেল ৪ জনের, নিখোঁজ ২০ Jul 12, 2025