লর্ডসে সিরিজের তৃতীয় টেস্টের প্রথম দিনে সুবিধাজনক অবস্থানে আছে স্বাগতিক ইংল্যান্ড। দিন শেষে থ্রি লায়নদের সংগ্রহ ৪ উইকেটে ২৫১ রান। ৯৯ রানে অপরাজিত আছেন জো রুট।
এজব্যাস্টনে ঐতিহাসিক জয় তুলে নেয়ার পরও, লর্ডস টেস্টে একাদশে পরিবর্তন এনেছে ভারত। বিশ্রামের পর ফিরেছেন পেসার জাসপ্রিত বুমরাহ। তার জন্য জায়গা ছেড়ে দিতে হয়েছে প্রসিদ্ধ কৃষ্ণাকে।
লর্ডসে টস জিতে ব্যাটিংয়ে নামা ইংল্যান্ডের শুরুটা ভালো হয়নি। স্বাগতিকদের আঘাত হানেন নিতিশ কুমার রেড্ডি। একই ওভারে প্রথমে ডাকেট, পরে আরেক ওপেনার জ্যাক ক্রলিকে ফেরান ভারতের পেসার। ৪৪ রানেই দুই ওপেনারকে হারিয়ে বিপদে পড়ে ইংল্যান্ড।
সেখান থেকে দলের হাল ধরেন ওলি পোপ ও জো রুট। এই দু'জনে মিলে গড়েন ১০৯ রানের জুটি। ৪৪ রানে ফিরে যান পোপ। আগের টেস্টের সেঞ্চুরিয়ান হ্যারি ব্রুককে এদিন ইনিংস বড় করতে দেননি বুমরাহ। ব্যক্তিগত ১১ রানে সাজঘরে ফিরে যেতে হয় এই ব্যাটারকে।
এরপর অধিনায়ক বেন স্টোকসকে সঙ্গে নিয়ে ধীর গতিতে দলের ইনিংস এগিয়ে নেন জো রুট। ক্যারিয়ারের ৬৭তম ফিফটি তুলে নেয়া রুট আছেন আরও একটা সেঞ্চুরির দ্বারপ্রান্তে। দিন শেষ করেছেন ৯৯ রানে। অন্য প্রান্তে অধিনায়ক স্টোকস অপরাজিত আছেন ৩৯ রান নিয়ে।
ভারতের হয়ে রেড্ডি ২ উইকেট ছাড়াও একটি করে উইকেট পেয়েছেন বুমরাহ ও জাদেজা।
এফপি/এস এন