বলিউডে নতুন এক প্রেমের গল্প আসছে — নাম ‘সাইয়ারা’। যশরাজ ফিল্মসের এই রোমান্টিক ড্রামাটি পরিচালনা করছেন ‘আশিকি ২’ ও ‘এক ভিলেন’ খ্যাত মোহিত সূরি, আর এতে বলিউডে পা রাখছেন দুই নতুন মুখ আহান পান্ডে ও আনীত পাড্ডা। সিনেমাটি নিয়ে ইতিমধ্যেই শুরু হয়েছে আলোচনার ঝড়, আর সেই উত্তেজনায় ঘি ঢেলেছেন ‘অর্জুন রেড্ডি’ ও ‘অ্যানিম্যাল’-এর পরিচালক সন্দীপ রেড্ডি ভাঙ্গা।
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাঙ্গা লিখেছেন, “হিন্দি হার্টল্যান্ডের এক প্রেমের গল্প দেখছি যা শুধু রোমান্স আর ড্রামার উপর নির্ভর করছে। প্রথম দিনেই দেখব। নবাগতদের জন্য শুভকামনা। এটা একেবারে মোহিত সূরির ম্যাজিক।” বলিউডের এই প্রশংসিত নির্মাতার মুখে এমন উক্তি সিনেমাটি নিয়ে আগ্রহ আরও বাড়িয়ে দিয়েছে।
মোহিত সূরি বরাবরই আধুনিক রোমান্সকে এক অন্য মাত্রায় উপস্থাপন করেছেন। আবেগঘন গল্প, মেলোডি-ভরা সঙ্গীত আর প্রেমের জাদু—সব মিলিয়ে তিনি তৈরি করেন এক নিজস্ব ঘরানা। সেই ধারাবাহিকতায় ‘সাইয়ারা’ যেন তার রোমান্টিক ফিল্মোগ্রাফিতে নতুন সংযোজন।
এই ছবিতে প্রথমবার বড় পর্দায় দেখা যাবে আহান পান্ডেকে, যাঁর বলিউড অভিষেক বহুদিন ধরেই আলোচনায় ছিল। যশরাজ ফিল্মস ও আদিত্য চোপড়ার ঘরানায় গড়ে উঠেছেন তিনি। অপরদিকে আনীত পাড্ডা, যিনি ওয়েব প্ল্যাটফর্মে ‘বিগ গার্লস ডোন্ট ক্রাই’-তে নজর কেড়েছেন, এবার বলিউডের মূলধারার প্রেমের ছবিতে জায়গা করে নিচ্ছেন। তাঁদের টিজারে ধরা পড়া রসায়ন ইতিমধ্যেই দর্শকদের আকৃষ্ট করেছে।
ছবিটি মুক্তি পাচ্ছে ২০২৫ সালের ১৮ জুলাই। যদিও একই দিনে মুক্তি পাচ্ছে সোনাক্ষী সিনহার ‘নিকিতা রায়’ ও অনুপম খেরের ‘তন্বি: দ্য গ্রেট’, তবুও ‘সাইয়ারা’ তার সঙ্গীত, আবেগ ও মোহিত সূরির সিগনেচার স্টাইল দিয়ে নিজেকে আলাদা করে তুলতে পারে।
সব মিলিয়ে, বলিউডের যুব প্রেমের গল্পে নতুন প্রাণ আনতে চলেছে ‘সাইয়ারা’। এখন অপেক্ষা ট্রেলার, মিউজিক রিলিজ আর প্রথম সপ্তাহের বক্স অফিসের জাদুর দিকে।
এফপি/টিএ