অবশেষে প্রকাশিত হলো বহু প্রতীক্ষিত “মহাভতার নরসিংহ” সিনেমার অফিসিয়াল ট্রেলার। হোমবালে ফিল্মস ও ক্লিম প্রোডাকশনের যৌথ প্রযোজনায় নির্মিত এই চলচ্চিত্রের মাধ্যমে শুরু হচ্ছে “মহাভতার সিনেমাটিক ইউনিভার্স” — যেখানে ভারতীয় পৌরাণিক কাহিনি নতুনভাবে রূপ নিচ্ছে থ্রিডি দৃশ্যপটে।
ট্রেলার শুরুতেই দেখা যায় তপস্যারত হিরণ্যকশিপুকে। তাঁর ভয়ঙ্কর রূপ, ব্রহ্মার কাছ থেকে বর প্রাপ্তি এবং তারপর অন্ধকারাচ্ছন্ন রাজত্ব — সবই একে একে ফুটে উঠেছে। কিন্তু সেই অত্যাচারের অন্ধকারে জন্ম নেয় আলোকরেখা — তাঁরই পুত্র প্রহ্লাদ, যিনি ভগবান বিষ্ণুর একনিষ্ঠ ভক্ত। ট্রেলারের সবচেয়ে শক্তিশালী মুহূর্তে দেখা যায় নরসিংহ অবতারকে — অর্ধ-সিংহ, অর্ধ-মানব রূপে তিনি নেমে আসেন অন্যায়ের অবসান ও ধর্মের পুনঃপ্রতিষ্ঠার জন্য।
পরিচালক অশ্বিন কুমারের হাতে তৈরি এই ছবি একটি ভিজ্যুয়াল অভিজ্ঞতা হয়ে উঠতে চলেছে। প্রযোজক শিল্পা ধাওয়ান, কুশল দেশাই ও চৈতন্য দেশাইয়ের তত্ত্বাবধানে ছবিটি পেয়েছে অত্যাধুনিক অ্যানিমেশন আর থ্রিডি ভিজ্যুয়াল। নির্মাতারা প্রতিশ্রুতি দিয়েছেন—পৌরাণিক কাহিনিকে আধুনিক ভাষায় উপস্থাপনের পাশাপাশি রক্ষা করা হবে তার আধ্যাত্মিক ব্যাখ্যা ও গভীরতা।
হোমবালে ফিল্মস এর আগেও “কান্তারা” ও “কেজিএফ”-এর মতো সিনেমা উপহার দিয়েছে, যা দর্শকদের মুগ্ধ করেছে। সেই ধারাবাহিকতায় “মহাভতার নরসিংহ” হতে চলেছে এক নতুন মাত্রার সিনেমা। এটি কেবল আরেকটি পৌরাণিক কাহিনি নয়, বরং এক মহাবিশ্বের সূচনা যেখানে ভারতীয় আধ্যাত্মিক ঐতিহ্য যুক্ত হচ্ছে আধুনিক সিনেমার গল্প বলার শৈলীর সঙ্গে।
ছবিটি ২৫ জুলাই, ২০২৫-এ মুক্তি পাচ্ছে তেলুগু, হিন্দি, তামিল, মালয়ালম ও কন্নড় ভাষায়। সব ভাষাতেই থাকছে থ্রিডি রিলিজের সুবিধা, যাতে দর্শক পুরোপুরি ডুবে যেতে পারেন এই অভিজ্ঞতায়।
হিরণ্যকশিপুর অহংকার, প্রহ্লাদের অবিচল ভক্তি, আর নরসিংহের রুদ্ররূপ — এই সংঘাতের গল্প ঘোষণা করছে এক মহাকাব্যিক যুদ্ধ, যেখানে শেষ পর্যন্ত জয় হয় চিরন্তন সত্যের। সিনেমাপ্রেমীরা এখন অপেক্ষা করছেন সেই দিনে, যেদিন রূপালি পর্দায় গর্জে উঠবে ধর্মের আহ্বান।
এফপি/এস এন