শেরপুরের নালিতাবাড়ী সীমান্ত দিয়ে ১০ বাংলাদেশিকে পুশইন করেছে বিএসএফ।
শুক্রবার (১১ জুলাই) ভোরে উপজেলার রামচন্দ্রকুড়া বিওপির আওতায় পানিহাটা সীমান্তে এ ঘটনা ঘটে।
দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে বিজিবি জানায়, শুক্রবার ভোরে ৩৯ বিজিবি ব্যাটালিয়নের অধীনে নালিতাবাড়ী উপজেলার রামচন্দ্রকুড়া বিওপির ১১১৮ নম্বর সীমান্ত পিলারের কাছে ভারত থেকে ১০ বাংলাদেশিকে পুশইন করা হয়।
খবর পেয়ে ওই এলাকা থেকে ৪ শিশুসহ ১০ জনকে আটক করে বিজিবি। আটকদের মধ্যে ৪ জন শিশু, ২ জন পুরুষ এবং ৪ জন নারী রয়েছেন।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, আটকদের বাড়ি সাতক্ষীরা জেলার তালা উপজেলার খেশমা শাহাজাদপুর গ্রামে। গত দুই বছর আগে কাজের সন্ধানে দেশের বিভিন্ন সীমান্ত দিয়ে ভারতে যান তারা। সেখানে গিয়ে এতদিন যাবত দিল্লিতে অবস্থান করছিলেন তারা।
সম্প্রতি ভারতীয় পুলিশ অবৈধ বাংলাদেশিদের বিরুদ্ধে কঠোর নজরদারী করার সময় কয়েকদিন আগে পুলিশের হাতে আটক হয় ওই পরিবারের ১০ সদস্য। গত তিন দিন আগে তাদের দিল্লি থেকে বিমান যোগে গোহাটিতে নিয়ে আসে ভারতীয় পুলিশ। পরে শুক্রবার সকালে বিএসএফের সহায়তায় ভারতের বাবুরামবিল ক্যাম্প এলাকা দিয়ে ওই ১০ বাংলাদেশিকে পুশইন করে তারা।
এ বিষয়ে নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহেল রানা জানান, আটকদের সঙ্গে কথা বলে জানা যায়, তারা সবাই সাতক্ষীরা জেলার তালা উপজেলার সাহাজাদপুর গ্রামের বাসিন্দা। তাদের পরিবারের লোকজনের সঙ্গে যোগাযোগ হয়েছে। সরকারি নির্দেশনা মোতাবেক আটকদের তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
এমআর/টিকে