৪৮তম বিসিএস প্রিলিমিনারি এবং উপসহকারী কৃষি কর্মকর্তা ও সমমান পদে নিয়োগ পরীক্ষায় প্রশ্ন ফাঁসের চেষ্টার অভিযোগে রাজধানীর একটি কেন্দ্রে তিন পরীক্ষার্থীকে আটক করা হয়েছে। শুক্রবার (১১ জুলাই) সকাল ১০টার দিকে রাজধানীর তেজগাঁও আদর্শ স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে এ ঘটনা ঘটে।
আটক হওয়া পরীক্ষার্থীদের মধ্যে একজন পরীক্ষাকক্ষে বসে মোবাইল ফোনে প্রশ্নপত্রের ছবি তুলে বাইরে পাঠানোর চেষ্টা করেন। কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা বিষয়টি তাৎক্ষণিকভাবে শনাক্ত করে তাকে মোবাইলসহ হাতেনাতে আটক করেন।
পরে আরও দুই পরীক্ষার্থীকে হলের ভেতরে নিষিদ্ধ ইলেকট্রনিক ডিভাইস বহনের অভিযোগে আটক করা হয়। এদের সবাইকে কেন্দ্রেই পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে বলে জানিয়েছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)।
পিএসসির জনসংযোগ কর্মকর্তা এস এম মতিউর রহমান বলেন, প্রশ্নপত্র ফাঁস রোধে আমরা সর্বোচ্চ সতর্ক অবস্থানে ছিলাম। সন্দেহজনক আচরণ শনাক্ত হওয়ার সঙ্গে সঙ্গে কেন্দ্রের কর্মকর্তারা প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছেন। আটক তিনজন বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছে।
তিনি আরও জানান, তেজগাঁও আদর্শ স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রেই ঘটনাগুলো ঘটে। প্রশ্ন ফাঁস চেষ্টার বিষয়টি এখন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তদন্ত করছে।
পিএসসি সূত্রে জানা গেছে, প্রশ্নপত্র ফাঁস প্রতিরোধে এবার বাড়তি নিরাপত্তা ব্যবস্থার পাশাপাশি প্রযুক্তিগত নজরদারি এবং গোয়েন্দা তৎপরতা জোরদার করা হয়েছিল। পরীক্ষা শুরুর আগে সব কেন্দ্রেই পরীক্ষার্থীদের শরীর ও ব্যাগ তল্লাশি করা হয়।
উল্লেখ্য, উপসহকারী কৃষি কর্মকর্তা ও সমমানের পদে নিয়োগের জন্য আয়োজিত এ লিখিত পরীক্ষা দেশজুড়ে একযোগে শুরু হয় শুক্রবার সকাল ১০টায়। পরীক্ষায় প্রায় কয়েক লাখ প্রার্থী অংশ নিয়েছেন।
আরআর/টিকে