ফেনীতে বন্যার পানি নামছে, ভেসে উঠছে ক্ষয়ক্ষতি

স্মরণকালের ভয়াবহ বন্যার এক বছরের মাথায় আবারও প্লাবিত হয়েছে জেলার বিভিন্ন অঞ্চল। যদিও নদী তীরবর্তী ও নিচু এলাকাগুলোর অবস্থা ধীরে ধীরে উন্নতির দিকে, তবুও বেশ কিছু এলাকায় এখনো পানি জমে আছে। বিশেষ করে ছাগলনাইয়া, ফেনী সদর ও দাগনভূঞা উপজেলার কিছু অংশে এখনো হাঁটু কিংবা কোমর সমান পানি রয়েছে। অন্যদিকে পরশুরাম ও ফুলগাজী উপজেলায় পানি নামতে শুরু করেছে, তবে গতি খুবই ধীর।

দুর্গত এলাকায় পানি নামলেও ভেসে উঠছে ক্ষতচিহ্ন। বহু এলাকা এখনো খাদ্য, বিশুদ্ধ পানি ও প্রাথমিক প্রয়োজনীয় জিনিসপত্রের সংকটে রয়েছে। মানুষের দুর্ভোগ লাঘব হয়নি। স্থানীয় সূত্র জানায়, পরশুরাম, ফুলগাজী ও ছাগলনাইয়া উপজেলার কোথাও কোথাও এখনো বন্যার পানি জমে আছে। তবে যানচলাচল স্বাভাবিক হওয়ায় অনেকেই গন্তব্যে যেতে পারছেন, এতে কিছুটা স্বস্তি ফিরেছে।

জেলা প্রশাসনের তথ্যমতে, গত ৮ জুলাই মঙ্গলবার থেকে পরশুরাম ও ফুলগাজী উপজেলায় বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ভেঙে লোকালয়ে পানি প্রবেশ করে। এর ফলে ছাগলনাইয়া, ফেনী সদর ও দাগনভূঞা উপজেলার আংশিক এলাকা নতুন করে প্লাবিত হয়। সব মিলিয়ে ১১২টি গ্রামের লাখো মানুষ চরম ভোগান্তিতে পড়েছেন। ৮৩টি আশ্রয়কেন্দ্রে প্রায় সাড়ে ৯ হাজার মানুষ আশ্রয় নিয়েছেন। এর মধ্যে পাঁচ হাজার মানুষ ইতিমধ্যে বাড়ি ফিরে গেছেন। দুর্গত এলাকায় উপজেলা প্রশাসনের তত্ত্বাবধানে ২৩০ জন স্বেচ্ছাসেবক কাজ করছেন।

কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ বিভাগের হিসাব অনুযায়ী, বন্যায় ২ হাজার ৩৫০টির বেশি মৎস্য ঘের ও পুকুর এবং ১ হাজার ৬৫৫ হেক্টর আমন বীজতলা ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া পরশুরাম, ফুলগাজী ও ছাগলনাইয়া উপজেলায় প্রাণিসম্পদে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ৬৫ লাখ টাকায় দাঁড়িয়েছে। পানি সম্পূর্ণ নামার পরই ক্ষয়ক্ষতির পূর্ণাঙ্গ হিসাব পাওয়া যাবে।



বন্যা নিয়ন্ত্রণ বাঁধের ভাঙা অংশ দিয়ে এখনো পানি ঢুকছে। প্রতিবছর এই দুর্ভোগ হয়। সরকার শুধু আশ্বাস দেয়, কিন্তু কিছুই বাস্তবায়ন হয় না।”

ফেনী আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মজিবুর রহমান জানান, “জেলায় পাঁচ দিন টানা মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হয়েছে। তবে শুক্রবার থেকে আবহাওয়া পরিষ্কার রয়েছে।”

ফেনী পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আক্তার হোসেন মজুমদার বলেন, “পরশুরাম ও ফুলগাজী অংশে নদীর পানি বিপৎসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। তবে ছাগলনাইয়া ও ফেনী সদরে পানি কিছুটা বেশি। বাঁধের ভাঙা অংশ দিয়ে পানি প্রবাহিত হওয়ায় পরিস্থিতির উন্নতি বিলম্বিত হচ্ছে। পানি কমলে বাঁধ মেরামতের সিদ্ধান্ত নেওয়া হবে।”

ফেনীর জেলা প্রশাসক সাইফুল ইসলাম জানান, শুক্রবার রাতে জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় অন্তর্বর্তীকালীন সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক-ই-আজম উপস্থিত ছিলেন। জেলায় ত্রাণ কার্যক্রম পরিচালনার জন্য সাড়ে ২৩ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। আরও ৪০ লাখ টাকা বরাদ্দ চাওয়া হয়েছে শুকনো খাবার, গবাদিপশুর খাদ্য ও শিশুখাদ্যের জন্য। সেনাবাহিনী নৌযানের মাধ্যমে উদ্ধার কার্যক্রমে সহায়তা করছে।

এর আগে টানা ভারী বর্ষণ ও উজানের ঢলে মুহুরী, কহুয়া ও সিলোনিয়া নদীর ২১টি পয়েন্টে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ভেঙে পড়ে। এর ফলেই ফেনীর বিভিন্ন জনপদ প্লাবিত হয়।

টিকে/

Share this news on:

সর্বশেষ

img
ব্যর্থতার দায়ে বরখাস্ত সুইডেন কোচ Oct 15, 2025
সোচ্চারের জরিপে এগিয়ে থাকলো ছাত্রশিবির পিছয়ে ছাত্রদল Oct 15, 2025
img
বিশ্বে শক্তিশালী পাসপোর্টের সূচকে শীর্ষে সিঙ্গাপুর, বাংলাদেশের অবস্থান ১০০তম Oct 15, 2025
img
এল ক্লাসিকোয় অনিশ্চিত লেভানদোভস্কি Oct 15, 2025
মিরপুরের আগুনের ঘটনা নিয়ে যা বলছে ফায়ার সার্ভিস Oct 15, 2025
প্রটোকল ভঙ্গের অভিযোগে আলোচনায় প্রধান উপদেষ্টার রোম সাক্ষাৎ Oct 15, 2025
আ. লীগের মিছিলে অর্থ লেনদেন ঘিরে পুলিশের কড়া সতর্কতা Oct 15, 2025
ইন্দো–প্যাসিফিক অংশীদারিত্বে অস্ট্রেলিয়ার চোখ বাংলাদেশে Oct 15, 2025
সরকারের কাছে অনুরোধ, নিহত পরিবারকে আর্থিক অনুদান দেওয়া হোক: জামায়াতের আমির Oct 15, 2025
কুমিল্লা ভিক্টোরিয়া কলেজে শিক্ষকদের দিনব্যাপী কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি Oct 15, 2025
img
ভারতে চলন্ত বাসে আগুন, পুড়ে প্রাণ গেল অন্তত ১৯ জনের Oct 15, 2025
'আমি ৩০ সেকেন্ডে এমন কিছু বলবো, যেটা বাংলাদেশের পক্ষে যাবে' Oct 15, 2025
পিআর পদ্ধতিতে নির্বাচন নিয়ে জামায়াত নেতার বক্তব্য Oct 15, 2025
দুর্নীতি/বাজ জনপ্রশাসন সচিব নিয়োগ দিয়েছে সরকার বলছে জামায়াত Oct 15, 2025
img
রোনালদোর রেকর্ড, অল্পের জন্য বিশ্বকাপের টিকিট নিশ্চিত হলো না পর্তুগালের Oct 15, 2025
img
১৬ বছর পর আবারও ফিফা বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকা Oct 15, 2025
img
পাবলিক ইস্যু রুল-২০১৫ রহিত করে নতুন নীতিমালার খসড়া অনুমোদন Oct 15, 2025
img
চট্টগ্রামে ছুরিকাঘাতে প্রাণ গেল ছাত্রদল নেতার Oct 15, 2025
img
মিরপুরে অগ্নিকাণ্ডের ঘটনায় নিহতদের পরিবারকে ১ লাখ টাকা করে দেবে বিএনপি Oct 15, 2025
img
রাজনৈতিক দলগুলোর কাছে পাঠানো হয়েছে চূড়ান্ত জুলাই সনদ Oct 15, 2025