ফেনীতে বন্যার পানি নামছে, ভেসে উঠছে ক্ষয়ক্ষতি

স্মরণকালের ভয়াবহ বন্যার এক বছরের মাথায় আবারও প্লাবিত হয়েছে জেলার বিভিন্ন অঞ্চল। যদিও নদী তীরবর্তী ও নিচু এলাকাগুলোর অবস্থা ধীরে ধীরে উন্নতির দিকে, তবুও বেশ কিছু এলাকায় এখনো পানি জমে আছে। বিশেষ করে ছাগলনাইয়া, ফেনী সদর ও দাগনভূঞা উপজেলার কিছু অংশে এখনো হাঁটু কিংবা কোমর সমান পানি রয়েছে। অন্যদিকে পরশুরাম ও ফুলগাজী উপজেলায় পানি নামতে শুরু করেছে, তবে গতি খুবই ধীর।

দুর্গত এলাকায় পানি নামলেও ভেসে উঠছে ক্ষতচিহ্ন। বহু এলাকা এখনো খাদ্য, বিশুদ্ধ পানি ও প্রাথমিক প্রয়োজনীয় জিনিসপত্রের সংকটে রয়েছে। মানুষের দুর্ভোগ লাঘব হয়নি। স্থানীয় সূত্র জানায়, পরশুরাম, ফুলগাজী ও ছাগলনাইয়া উপজেলার কোথাও কোথাও এখনো বন্যার পানি জমে আছে। তবে যানচলাচল স্বাভাবিক হওয়ায় অনেকেই গন্তব্যে যেতে পারছেন, এতে কিছুটা স্বস্তি ফিরেছে।

জেলা প্রশাসনের তথ্যমতে, গত ৮ জুলাই মঙ্গলবার থেকে পরশুরাম ও ফুলগাজী উপজেলায় বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ভেঙে লোকালয়ে পানি প্রবেশ করে। এর ফলে ছাগলনাইয়া, ফেনী সদর ও দাগনভূঞা উপজেলার আংশিক এলাকা নতুন করে প্লাবিত হয়। সব মিলিয়ে ১১২টি গ্রামের লাখো মানুষ চরম ভোগান্তিতে পড়েছেন। ৮৩টি আশ্রয়কেন্দ্রে প্রায় সাড়ে ৯ হাজার মানুষ আশ্রয় নিয়েছেন। এর মধ্যে পাঁচ হাজার মানুষ ইতিমধ্যে বাড়ি ফিরে গেছেন। দুর্গত এলাকায় উপজেলা প্রশাসনের তত্ত্বাবধানে ২৩০ জন স্বেচ্ছাসেবক কাজ করছেন।

কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ বিভাগের হিসাব অনুযায়ী, বন্যায় ২ হাজার ৩৫০টির বেশি মৎস্য ঘের ও পুকুর এবং ১ হাজার ৬৫৫ হেক্টর আমন বীজতলা ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া পরশুরাম, ফুলগাজী ও ছাগলনাইয়া উপজেলায় প্রাণিসম্পদে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ৬৫ লাখ টাকায় দাঁড়িয়েছে। পানি সম্পূর্ণ নামার পরই ক্ষয়ক্ষতির পূর্ণাঙ্গ হিসাব পাওয়া যাবে।



বন্যা নিয়ন্ত্রণ বাঁধের ভাঙা অংশ দিয়ে এখনো পানি ঢুকছে। প্রতিবছর এই দুর্ভোগ হয়। সরকার শুধু আশ্বাস দেয়, কিন্তু কিছুই বাস্তবায়ন হয় না।”

ফেনী আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মজিবুর রহমান জানান, “জেলায় পাঁচ দিন টানা মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হয়েছে। তবে শুক্রবার থেকে আবহাওয়া পরিষ্কার রয়েছে।”

ফেনী পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আক্তার হোসেন মজুমদার বলেন, “পরশুরাম ও ফুলগাজী অংশে নদীর পানি বিপৎসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। তবে ছাগলনাইয়া ও ফেনী সদরে পানি কিছুটা বেশি। বাঁধের ভাঙা অংশ দিয়ে পানি প্রবাহিত হওয়ায় পরিস্থিতির উন্নতি বিলম্বিত হচ্ছে। পানি কমলে বাঁধ মেরামতের সিদ্ধান্ত নেওয়া হবে।”

ফেনীর জেলা প্রশাসক সাইফুল ইসলাম জানান, শুক্রবার রাতে জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় অন্তর্বর্তীকালীন সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক-ই-আজম উপস্থিত ছিলেন। জেলায় ত্রাণ কার্যক্রম পরিচালনার জন্য সাড়ে ২৩ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। আরও ৪০ লাখ টাকা বরাদ্দ চাওয়া হয়েছে শুকনো খাবার, গবাদিপশুর খাদ্য ও শিশুখাদ্যের জন্য। সেনাবাহিনী নৌযানের মাধ্যমে উদ্ধার কার্যক্রমে সহায়তা করছে।

এর আগে টানা ভারী বর্ষণ ও উজানের ঢলে মুহুরী, কহুয়া ও সিলোনিয়া নদীর ২১টি পয়েন্টে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ভেঙে পড়ে। এর ফলেই ফেনীর বিভিন্ন জনপদ প্লাবিত হয়।

টিকে/

Share this news on:

সর্বশেষ

img
নির্বাচন বাধাগ্রস্ত ও ভোটারদের মধ্যে আতঙ্ক সৃষ্টি করতে মিরপুরে হামলা: গোলাম পরওয়ার Jan 21, 2026
img
দক্ষিণ কোরিয়ার সাবেক প্রধানমন্ত্রী হানের ২৩ বছরের জেল Jan 21, 2026
img
শাহরুখকে নিয়ে ভাইরাল স্ক্রিনশটটিকে ভুয়া বললেন তুর্কী অভিনেত্রী হান্দে Jan 21, 2026
img
আমার হাঁস চুরির চিন্তা করলেও ব্যবস্থা নেব: রুমিন ফারহানা Jan 21, 2026
img
বিশ্বকাপের আগমুহূর্তে মুখ খুললেন রোহিত Jan 21, 2026
img
চতুর্থ সন্তানের মা হতে যাচ্ছেন উষা ভ্যান্স Jan 21, 2026
img
ফের বিতর্কে রাখি সাওয়ান্ত Jan 21, 2026
img
হাঁসকে ধান খাইয়ে তারেক রহমানকে জয় উপহার দিতে চান শেখ মুজিবুর রহমান Jan 21, 2026
img
সুশান্তের জন্মদিনে দিদি শ্বেতার আবেগঘন পোস্ট Jan 21, 2026
img
ইমাম-মুয়াজ্জিনের বেতন নির্ধারণ করল সরকার Jan 21, 2026
img
মদ্যপানে অভিযুক্ত ইংলিশ ক্রিকেটারদের জন্য কারফিউ জারি! Jan 21, 2026
img
দেশে ১০-১৫টি ব্যাংক থাকলেই যথেষ্ট : গভর্নর Jan 21, 2026
img
প্রজাতন্ত্রের কর্মকর্তা চাই, দলীয় আমলাতন্ত্র নয় : রিজওয়ানা হাসান Jan 21, 2026
img
২ গোলে পিছিয়ে থেকেও শ্রীলঙ্কাকে হারাল বাংলাদেশ Jan 21, 2026
img
দিল্লি হাইকোর্টে বাংলাদেশকে আন্তর্জাতিক ক্রিকেটে নিষিদ্ধের আবেদন খারিজ Jan 21, 2026
img
বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণ ও জুলাই সনদে ইতালির সমর্থন Jan 21, 2026
img
মব সৃষ্টি করে জনমত প্রভাবিত করার দিন এখন আর নেই : জামায়াত আমির Jan 21, 2026
img
ম্রুনালের তালিকায় ধানুশ কততম প্রেমিক? Jan 21, 2026
img
বিশ্ববাজারে স্বর্ণের দামে নতুন ইতিহাস Jan 21, 2026
img
নির্বাচনী কাভারেজ শুরু: মাঠে তিন মোবাইল জার্নালিস্ট Jan 21, 2026