স্পেনের সংবাদমাধ্যমের একটি প্রতিবেদনে গতকাল শুক্রবার দাবি করা হয়, ২০২৬ সালের গ্রীষ্মে নতুন রূপে উদ্বোধন হতে যাওয়া স্পোটিফাই ক্যাম্প ন্যু স্টেডিয়ামে বার্সেলোনা ক্লাব কিংবদন্তি লিওনেল মেসির প্রতি শ্রদ্ধা জানাতে চায়। এমনকি বলা হয়, আটবারের ব্যালন ডি’অর জয়ী মেসির পক্ষ থেকেও এই আয়োজনে প্রাথমিক সম্মতি মিলেছে।
তবে স্প্যানিশ আরেক সংবাদমাধ্যম মার্কা জানিয়েছে, এসব দাবির কোনো ভিত্তি নেই। বার্সেলোনা সত্যিই মেসিকে সম্মান জানাতে চাইলেও, একটি মৌলিক বিষয় উপেক্ষা করা হচ্ছে—এখনো পর্যন্ত মেসি বা তার প্রতিনিধি দলের সঙ্গে এ নিয়ে কোনো ধরনের যোগাযোগই করা হয়নি।
২০২১ সালে অশ্রুশিক্ত চোখে ক্যাম্প ন্যু ছাড়েন লিওনেল মেসি। তার বিদায় ছিল আবেগঘন, কিন্তু একইসঙ্গে ছিল ক্ষোভ ও কষ্ট। সেই আঘাত এখনো বহন করছেন তিনি! ক্লাব সভাপতি জোয়ান লাপোর্তার সঙ্গে তার সম্পর্ক এখনো শীতল।
এরপর থেকে লাপোর্তার সঙ্গে মেসির কোনো কথাও হয়নি।
এমনকি বার্সার ১২৫ বছর পূর্তি উপলক্ষে যে আয়োজনে তাকে আমন্ত্রণ জানানো হয়েছিল বলে দাবি করা হয়, সেটিও আদতে সত্য ছিল না বলে জানিয়েছে মার্কা। মেসি কোনো সরাসরি আমন্ত্রণ না পেলেও ভিডিও বার্তার মাধ্যমে অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন।
মেসি সবসময়ই বলে আসছেন, তার হৃদয়ে বার্সেলোনা চিরস্থায়ী। তবে তার ক্ষোভ ক্লাবের বর্তমান নেতৃত্বের প্রতি, বিশেষ করে যেভাবে তাকে বিদায় নিতে হয়েছিল ও পরবর্তীতে ফেরানোর প্রতিশ্রুতি দিয়ে তা রাখতে না পারার ঘটনায়।
এই মুহূর্তে নতুন ক্যাম্প ন্যুয়ের উদ্বোধনী ম্যাচকে মেসির জন্য সম্মানসূচক ম্যাচ বলা সম্ভব নয়, কারণ তিনি এখনো কোনো সম্মতি দেননি। এবং ভবিষ্যতে তার অংশগ্রহণ নিশ্চিত করাও সহজ হবে না।
এমকে/টিকে