২০২৫ সালের সেপ্টেম্বর মাস দক্ষিণী সিনেমা প্রেমীদের জন্য এক চরম উত্তেজনার সময় হয়ে উঠতে চলেছে। কারণ, এই মাসে মুখোমুখি হতে যাচ্ছে তিনজন সুপারস্টার — চিরঞ্জীবীর ‘বিশ্বম্ভারা’, পাওয়ান কল্যাণের ‘ওজি’ এবং বালাকৃষ্ণার ‘অখণ্ড ২’। এই লড়াই শুধু সিনেমার পর্দায় নয়, বরং তিন তারকার গৌরব, বিশাল ভক্তসমাজ এবং বক্স অফিসের ইতিহাসকেও হুমকির মুখে ফেলবে বলে মনে করছেন বিশ্লেষকেরা।
চিরঞ্জীবীর ‘বিশ্বম্ভারা’ ছবির মুক্তির দিন ঠিক করা হয়েছে ১৮ সেপ্টেম্বর। এটি একটি উচ্চাভিলাষী ফ্যান্টাসি ধাঁচের ছবি। সম্প্রতি ভিএফএক্স প্রিভিউ দেখে চিরঞ্জীবী ছবির শুটিংয়ে সবুজ সংকেত দিয়েছেন। মৌনি রয়ের সঙ্গে একটি বিশেষ গানের দৃশ্যও ধারণ করা হচ্ছে। তবে ছবির টিজার প্রত্যাশা অনুযায়ী সাড়া ফেলতে না পারায় এর ওটিটি চুক্তি নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। নির্মাতারা আশা করছেন ২২ আগস্ট চিরঞ্জীবীর জন্মদিনে প্রকাশিত ট্রেলার দর্শকের মন জয় করবে। তবে সেদিনই আরেকটি বড় চমক হিসেবে ‘মেগা ১৫৭’ ছবির নাম ঘোষণা আসতে পারে।
পাওয়ান কল্যাণের ‘ওজি’ ছবির মুক্তি ২৫ সেপ্টেম্বর নির্ধারিত রয়েছে। এই ছবির জন্য হল এবং ওটিটি চুক্তি ইতিমধ্যেই সম্পূর্ণ হয়েছে। পাওয়ান কল্যাণের তুমুল জনপ্রিয়তা আর তার বিশাল ভক্তসমাজ ছবিটি নিয়ে এক অন্যরকম উত্তেজনা তৈরি করেছে। নির্মাতারা বলছেন, এই ছবির মুক্তি পরিকল্পনা এখন পর্যন্ত সবচেয়ে মজবুত অবস্থানে আছে।
অন্যদিকে বালাকৃষ্ণার ‘অখণ্ড ২’ ছবিরও সম্ভাব্য মুক্তির তারিখ ২৫ সেপ্টেম্বর ধরা হচ্ছে। তবে যদি ‘ওজি’ একই দিনে আসে, তাহলে দুটি ছবিই একে অপরের দর্শকসংখ্যা কেড়ে নিতে পারে বলে মনে করা হচ্ছে। ‘অখণ্ড ২’ এর প্রমোশন এখনো শুরু হয়নি — অনেকেই মনে করছেন, ‘ওজি’ যদি ওই তারিখে থাকে তবে বালাকৃষ্ণার ছবির মুক্তির তারিখ পিছিয়ে যেতে পারে।
বিশেষজ্ঞদের মতে, যদি ‘ওজি’ ঠিক ২৫ সেপ্টেম্বরেই মুক্তি পায়, তাহলে ‘বিশ্বম্ভারা’ এবং ‘অখণ্ড ২’ উভয়কেই মুক্তির তারিখ পুনর্বিবেচনা করতে হতে পারে। এর ওপর রয়েছে আরেকটি বড় চ্যালেঞ্জ — ২ অক্টোবর মুক্তি পেতে যাচ্ছে বহুল প্রতীক্ষিত ‘কান্তারা ২’, যা তখনকার সমস্ত আলো এবং পর্দা দখল করে নিতে পারে।
‘বিশ্বম্ভারা’ ছবির জন্য এখন সবচেয়ে বেশি প্রয়োজন একটি আবেগপ্রবণ বা শ্রোতাপ্রিয় গান অথবা একটি ধাক্কাধর্মী ট্রেলার। না হলে, ছবির ভবিষ্যৎ মুক্তির আগেই অনিশ্চিত হয়ে পড়তে পারে।
চিরঞ্জীবীর ক্ষেত্রে এটি একটি উচ্চ বাজেটের ঝুঁকিপূর্ণ ফ্যান্টাসি প্রজেক্ট। পাওয়ান কল্যাণের জন্য এই ছবিটি ধারাবাহিক সাফল্য ধরে রাখার লড়াই। আর বালাকৃষ্ণার জন্য ‘অখণ্ড’ ছবির বিশাল সাফল্যের পর নিজের অবস্থান ধরে রাখার বড় পরীক্ষা।
ফলে বলা যায়, আগামী ৪৫ দিন এই তিনটি ছবির ভাগ্য নির্ধারণ করে দেবে। বিশেষ করে চিরঞ্জীবীর ‘বিশ্বম্ভারা’র জন্য ২২ আগস্ট হতে পারে বাঁচা-মরার দিন। যদি সেইদিন ট্রেলার কিংবা গান দিয়ে দর্শকের হৃদয় জয় করা না যায়, তবে ছবিটি দর্শক, ভক্ত এবং বাণিজ্যিক চুক্তি — সব কিছু হারাতে পারে।