বিশ্বব্যাপী রাজনৈতিক অস্থিরতা ও বাণিজ্য যুদ্ধের শঙ্কা স্বর্ণের বাজারে সরাসরি প্রভাব ফেলেছে। দুবাইয়ের বাজারে একদিনেই রেকর্ড পরিমাণ বেড়েছে স্বর্ণের দাম, বিনিয়োগকারীরা আবারও ‘নিরাপদ আশ্রয়’ হিসেবে স্বর্ণকেই বেছে নিচ্ছেন।
শুক্রবার (১১ জুলাই) সন্ধ্যার পর দুবাইয়ের স্বর্ণবাজারে ২২ ক্যারেট প্রতি গ্রাম স্বর্ণের দাম দাঁড়িয়েছে ৩৭৪.২৫ দিরহাম, যা ২৩ জুনের পর সর্বোচ্চ। একদিনে দাম বেড়েছে ৫ দিরহাম — যেখানে সাধারণত ১-২ দিরহামের বাড়তি দামই ক্রেতারা স্বাভাবিক হিসেবে নেন। এভাবে হঠাৎ দাম বাড়ায় বিক্রি কমে যাওয়ার শঙ্কা তৈরি হয়েছে। ব্যবসায়ীরা সতর্ক করে বলেছেন, “এভাবে বাড়তে থাকলে সপ্তাহান্তে বিক্রি প্রায় তলানিতে চলে যাবে।”
বিশ্লেষকরা বলছেন, আন্তর্জাতিক অস্থিরতা এই মূল্যবৃদ্ধির অন্যতম কারণ। সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প ব্রাজিল থেকে আমদানি করা পণ্যে ৫০ শতাংশ এবং কানাডার পণ্যে ৩৫ শতাংশ শুল্ক আরোপের হুমকি দিয়েছেন। ইউরোপিয়ান ইউনিয়নও শিগগিরই একই চাপে পড়তে পারে। ফলে বৈশ্বিক বাজারে বিনিয়োগকারীরা শেয়ার ও মুদ্রা ছেড়ে স্বর্ণের দিকে ঝুঁকছেন নিরাপদ আশ্রয় হিসেবে।
এদিকে বিশ্ববাজারে সপ্তাহ শেষে প্রতি আউন্স স্বর্ণের দাম পৌঁছেছে ৩ হাজার ৩৫৫ ডলারে। ফিউচার মার্কেটের পূর্বাভাস বলছে, এটি আরও বাড়তে পারে ৩ হাজার ৩৭০ ডলার পর্যন্ত।
বিশ্বজুড়ে এই ক্রমবর্ধমান অনিশ্চয়তা স্বর্ণকে আবারও অন্যতম গুরুত্বপূর্ণ বিনিয়োগ মাধ্যম হিসেবে তুলে ধরেছে। ব্যবসায়ী ও ক্রেতারা সতর্ক নজর রাখছেন সামনের দিনের দামের গতিপ্রকৃতির দিকে।
ইউটি/টিএ