সাধারণ শিক্ষার্থীদের ব্যবহার করে একটি গুপ্ত সংগঠন দেশে বিভ্রান্তি সৃষ্টি করছে বলে অভিযোগ করেছেন ছাত্রদল সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির।
সোমবার (১৪ জুলাই) রাজধানীতে মিছিল-পূর্ব অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন ছাত্রদল সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির।
সোমবার (১৪ জুলাই) মব সৃষ্টির অপচেষ্টা, শিক্ষার পরিবেশ বিনষ্ট ও সারা দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে মিছিল-পূর্ব অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি।
নাছির বলেন, সাধারণ শিক্ষার্থীদের ব্যবহার করে একটি গুপ্ত সংগঠন দেশে বিভ্রান্তি সৃষ্টি করছে। কুমিল্লার মুরাদনগরে, চাঁদপুরে কিংবা খুলনায় যুবদল নেতাকে রগ কেটে হত্যার ঘটনা ঘটলেও গুপ্ত সংগঠনটি নীরব ছিল।
তিনি বলেন, ‘মিটফোর্ডের হত্যাকাণ্ডকে কেন্দ্র করে কথিত সাধারণ শিক্ষার্থীদের ব্যবহার করে, একটি গুপ্ত সংঘঠন সাধারণ শিক্ষার্থীদের বিভ্রান্ত করে ছাত্রদলের বিপক্ষে মব সৃষ্টি করেছে। অত্যন্ত দুঃখজনক হলো, তারা আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নামেও বিভিন্ন প্রপাগান্ডা তৈরি করেছে।’
ছাত্রদল সাধারণ সম্পাদক বলেন, ‘এসব অপতৎপরতার বিরুদ্ধে আমাদের আজকের বিক্ষোভ মিছিল। আমরা এর মাধ্যমে আমাদের অবস্থান পরিষ্কার করতে চাই। কিন্তু এর মাধ্যমে আমরা কোনো ধরনের বিশৃঙ্খলা করতে চাই না।’
পরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে ছাত্রদলের মিছিল শুরু হয়। মিছিলটি কাকরাইলের মৎস্য ভবন হয়ে রাজধানীর শাহবাগে গিয়ে শেষ হবে।
মিছিলে সংগঠনটির কেন্দ্রীয়, ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকার চার মহানগরসহ রাজধানীর বিশ্ববিদ্যালয়, কলেজ, থানাসহ বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। নেতাকর্মীরা গোপন ষড়যন্ত্রের প্রতিবাদ, মব সৃষ্টির অপচেষ্টা রুখে দেয়া, শিক্ষাপ্রতিষ্ঠানে সুষ্ঠু পরিবেশ নিশ্চিতের দাবিতে বিভিন্ন স্লোগান দেন।
এমকে/টিকে