ভারতীয় পুলিশের গান স্যালুটে বের হলো না একটিও গুলি

ভারতের বিহার রাজ্যের তিন বারের মুখ্যমন্ত্রী ছিলেন জগন্নাথ মিশ্রা। দীর্ঘ রোগ ভোগের পর ১৯ আগস্ট মারা যান ৮২ বছর বয়সী সাবেক অধ্যাপক এই কংগ্রেস দলীয় নেতা।

ভারতীয় গণমাধ্যম জানায়, বুধবার ছিল জগন্নাথ মিশ্রার শেষকৃত্যের অনুষ্ঠান। পুরো রাষ্ট্রীয় মর্যাদায় দাহ করা হচ্ছিল তাকে। পুলিশ তাকে শ্রদ্ধা জানাতে গান স্যালুটের আয়োজন। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে, গান স্যালুটের সময় পুলিশের ২২টি রাইফেলের একটি থেকেও গুলি বের হয়নি।

এ সময় পুলিশ সদস্যদের তাদের রাইফেলের ট্রিগার বার বার টেনে ব্যর্থ চেষ্টা করতে দেখা যায়। আর এই বিষয়টি ক্যামেরাবন্দি করেন স্থানীয় গণমাধ্যমকর্মীরা।

বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার, উপ-মুখ্যমন্ত্রী সুশিল কুমার মোদি ও স্বাস্থ্যমন্ত্রী মঙ্গল পান্ডের উপস্থিতিতে এ ঘটনা ঘটেছে।

এ দিন বিহারের সুপাউল জেলায় মিশ্রের নিজ গ্রামে তার শেষকৃত্য অনুষ্ঠিত হয়।  মুখ্যমন্ত্রী নীতিশ কুমার হেলিকপ্টারে করে এসে এই শেষকৃত্যে যোগ দিয়েছিলেন।

এই ঘটনায় প্রয়াত সাবেক মুখ্যমন্ত্রীকে অপমান করা হয়েছে মন্তব্য করে ঘটনার তদন্ত চেয়েছেন রাষ্ট্রীয় জনতা দলের বিধায়ক পিপরা যদুবংশ কুমার যাদব।

 

টাইমস/এসআই

 

 

 

Share this news on: