বাংলাদেশ টেস্ট দলের অধিনায়কত্ব নিয়ে যখন অনিশ্চয়তা, তখন নিজের নামটি সরাসরি আলোচনায় আনলেন তাইজুল ইসলাম। দেশের দ্বিতীয় সর্বোচ্চ উইকেটশিকারি বাঁহাতি স্পিনার স্পষ্টভাবে জানিয়ে দিলেন—অধিনায়কত্বের দায়িত্ব পেলে তিনি তৈরি।
সম্প্রতি ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ক্রিকবাজকে দেওয়া এক সাক্ষাৎকারে তাইজুল বলেন, আমার মনে হয়, অধিনায়ককে জায়গা দেওয়া জরুরি এবং তার কথা মূল্য দেওয়া উচিত। আমি মনে করি না যে আমি এটা (অধিনায়কত্ব) করতে পারব না। এটা লোভের বিষয় না, দায়িত্বের বিষয়। সুযোগ এলে অবশ্যই নিতে প্রস্তুত।
নাজমুল হোসেন শান্ত টেস্ট অধিনায়কত্ব ছেড়ে দেওয়ার পর, বাংলাদেশের সবচেয়ে সফল টেস্ট অধিনায়ক হিসেবে তার অধ্যায় শেষ হয়েছে। শান্তর অধিনায়কত্বে জয় পেয়েছে ৪টি টেস্ট, হার ৯টি, ড্র ১টি—জয় হার ২৮.৫৭%, যা দেশের ইতিহাসে সর্বোচ্চ।

তার পরে অধিনায়ক নিয়ে নানা গুঞ্জন চললেও এখনো আনুষ্ঠানিকভাবে দায়িত্ব কাউকে দেওয়া হয়নি। কেউ কেউ মনে করেন, ওয়ানডে অধিনায়ক মেহেদী হাসান মিরাজকেই টেস্টেও নেতৃত্ব দেওয়া উচিত। তবে বোর্ডের ভেতরে আলাদা ফরম্যাটে আলাদা নেতৃত্বের চিন্তা ঘুরছে।
টেস্ট দলে নিয়মিত একাদশে থাকা হাতে গোনা কয়েকজন ক্রিকেটারের একজন তাইজুল। ২০১৪ সাল থেকে দেশের জার্সিতে খেলে আসছেন তিনি। দেশের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ টেস্ট উইকেটও তার দখলে। ফলে বোর্ড চাইলে অভিজ্ঞতার কারণে তাকেই দায়িত্ব দিতে পারে।
তাইজুলের ভাষায়, ‘অধিনায়ক হিসেবে দৃষ্টিভঙ্গি থাকা জরুরি—দুই বছর পর আমি আমার দলকে কোথায় দেখতে চাই, সেই লক্ষ্য থাকতে হয়। টিম ম্যানেজমেন্ট ও কর্মকর্তাদেরও একই দৃষ্টিভঙ্গি থাকা দরকার।’
২০২১ সালের শ্রীলঙ্কা সিরিজের পর থেকে তাইজুলের বোলিং হয়ে উঠেছে আরও আঁটসাঁট। একসময় দেশের বাইরে ব্যয়বহুল হলেও এখন বলের গতি নিয়ন্ত্রণ, লাইন-লেন্থে ধারাবাহিকতা, এবং ভ্যারিয়েশনে অভিজ্ঞতা স্পষ্ট।
তার ভাষায়, ‘বয়স এবং অভিজ্ঞতা—এই দুইটা এখন আমার পক্ষে কাজ করছে। আগে বিদেশে এত টেস্ট খেলিনি। এখন জানি কোথায় বল ফেলতে হবে। প্রতিনিয়ত উন্নতি করছি, আলহামদুলিল্লাহ।’
তাইজুলের মতে, পেস ভ্যারিয়েশন এখন তার অস্ত্রভাণ্ডারের গুরুত্বপূর্ণ অংশ। ‘একটা বল যদি ধীরে আসে, আরেকটা দ্রুত—ব্যাটার বিভ্রান্ত হবে। একই গতি দিয়ে একবার টার্ন, আরেকবার সোজা গেলে সেটা প্রতিপক্ষের জন্য অনেক কঠিন হয়ে পড়ে।’
দলের প্রয়োজনের সময় দায়িত্ব নেওয়ার মানসিকতা, অভিজ্ঞতা, এবং মাঠে ধারাবাহিকতা—সব মিলিয়ে তাইজুল ইসলাম এখন টেস্ট দলের নেতৃত্বের অন্যতম যোগ্য দাবিদার।
বোর্ড শেষ পর্যন্ত কাকে বেছে নেয়, সেটা সময়ই বলবে। তবে তাইজুল নিজের নামটি এখন জোরালোভাবেই রেখে দিলেন আলোচনার কেন্দ্রে।
এমআর/টিকে