কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রবিউল ইসলামের বদলির খবরে কুয়াকাটায় আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করা হয়েছে।
সোমবার রাত ১০টার দিকে শুরু হওয়া মিছিলটি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এতে ব্যবসায়ীসহ নানা শ্রেণিপেশার মানুষ অংশ নেন।
স্থানীয়দের অভিযোগ, ইউএনও রবিউল ইসলাম নানা অনিয়মে জড়িত ছিলেন। মসজিদের জমি দখল করে ব্যবসাপ্রতিষ্ঠান নির্মাণ, ব্যবসায়ীদের হয়রানি এবং জনসেবায় উদাসীনতা ইত্যাদি।
কুয়াকাটার ক্ষুদ্র ব্যবসায়ী রুমি শরীফ বলেন, ইউএনও আমাদের দিশেহারা করে ছেড়েছেন। অনেক ব্যবসায়ী নিঃস্ব হয়ে গেছেন। তাই আমরা তার বদলিতে আনন্দ করছি।
জনৈক ক্ষুদ্র ব্যবসায়ী রফিক বলেন, আমরা চাই নতুন ইউএনও উন্নয়নের জন্য সবার সঙ্গে সমন্বয় করে কাজ করবেন।
এদিকে ইউএনও মো. রবিউল ইসলাম সোমবার রাতে তার ফেসবুকে বদলি সংক্রান্ত বিষয়টি নিজেই প্রকাশ করেন।
পিএ/টিএ