জুলাই গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তি ও দেশ গড়তে জুলাই পদযাত্রার অংশ হিসেবে আগামীকাল বৃহস্পতিবার (১৭ জুলাই) রাজবাড়ীতে আসছে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতৃবৃন্দ। একইদিন জেলা শহরে পদযাত্রা শেষ করে ১ নম্বর রেলগেট শহীদ স্মৃতি চত্বরে পথসভা অনুষ্ঠিত হবে।
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকালে জাতীয় নাগরিক পার্টির নেতৃবৃন্দ ফরিদপুরে পদযাত্রা শেষে একটি পথসভা করবে। পথসভা শেষ করে দুপুরেই রাজবাড়ীর উদ্দেশ্যে রওনা হবে। ফরিদপুর সফর শেষ করে বিকেল ৩টায় রাজবাড়ীতে প্রবেশ করবে এনসিপির নেতৃবৃন্দ। রাজবাড়ীর নেতৃবৃন্দ তাদের গোয়ালন্দ মোড় থেকে রিসিভ করবে।
এরপর তারা সরাসরি রাজবাড়ী শহরের বড়পুল মোড়ে আসবে। সেখান থেকে নেতৃবৃন্দ পদযাত্রা করতে করতে ১ নম্বর রেলগেটের শহীদ স্মৃতি চত্বরে এসে শেষ করবে। পরে সেখানে তারা একটি পথসভা করবে।
পথসভায় জাতীয় নাগরিক কমিটির(এনসিপি) যুগ্ম আহ্বায়ক ও রাজবাড়ীর সাংগঠনিক দায়িত্বপ্রাপ্ত নেতা খালেদ সাইফুল্লাহর সভাপতিত্বে প্রধান অতিথি থাকবেন জুলাই গণঅভ্যুত্থানের এক দফার ঘোষক ও জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। প্রধান বক্তা থাকবেন জাতীয় নাগরিক পার্টির(এনসিপি) সদস্য সচিব আখতার হোসেন। বিশেষ অতিথি থাকবেন এনসিপির দক্ষিণ অঞ্চলের মূখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, উত্তর অঞ্চলের মূখ্য সংগঠক সারজিস আলম, এনসিপির মূখ্য সমন্বয়ক নাসির উদ্দীন পাটওয়ারী, সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসউদ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডা. তাসনীম জারা, ডা. তাজনুভা জাবীন, দক্ষিণ অঞ্চলের সংগঠক মো. আতাউল্লাহ সহ কেন্দ্রীয়, বিভাগীয় এবং জেলা ও উপজেলার নের্তবৃন্দ।সমাবেশে জুলাই গণ-অভ্যুত্থানের শহিদ পরিবারের সদস্য ও আহতরা উপস্থিত থাকবেন।
এনসিপির পদযাত্রা ও সমাবেশকে ঘিরে রাজবাড়ীতে চলছে শেষ সময়ের প্রস্তুতি। পদযাত্রা ঘিরে জেলার প্রতিটি উপজেলায় চালানো হচ্ছে মাইকিং, সাঁটানো হচ্ছে পোস্টার। এছাড়াও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকেও চালানো হচ্ছে প্রচার প্রচারণা।
রাজবাড়ী জেলার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক মীর মাহমুদ সুজন বলেন, পদযাত্রা ও সমাবেশের সার্বিক প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। নতুন বাংলাদেশ গড়ে তোলার প্রত্যয়ে এনসিপি জনগণের কাছাকাছি গিয়ে তাদের মনোভাব বোঝার কাজ করছে। নিপীড়িত মানুষকে সঙ্গে নিয়ে এনসিপি এগিয়ে যাবে।
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় সদস্য ও রাজবাড়ী জেলার সাংগঠনিক দায়িত্বপ্রাপ্ত নেতা সাইয়েদ জামিল বলেন, রাজবাড়ীতে এনসিপির নেতৃবৃন্দের জুলাই পদযাত্রার প্রস্তুতি সম্পূর্ণ হয়েছে। নেতৃবৃন্দ সকালে ফরিদপুর জেলায় পদযাত্রা শেষ করে দুপুর ৩ টায় রাজবাড়ীতে আসবেন। গোয়ালন্দ মোড় থেকে তাদের রিসিভ করে আনা হবে। নেতৃবৃন্দ রাজবাড়ী শহরের বড়পুল মোড় থেকে পদযাত্রা শুরু করে রেলগেট পর্যন্ত যাবে। পরে ১ নম্বর রেলগেট শহীদ স্মৃতি চত্বরে পথসভা অনুষ্ঠিত হবে। সেখানে কেন্দ্রীয় নের্তবৃন্দরা বক্তব্য রাখবেন। পদযাত্রা ও সমাবেশে ১৫ থেকে ২০ হাজার লোকের সমাগম বলে ধারণা করা হচ্ছে।
রাজবাড়ীর পদযাত্রায় সবাইকে আমন্ত্রণ জানিয়ে মঙ্গলবার (১৫ জুলাই) দুপুরে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন এনসিপির সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা।
এমকে/টিএ