মুম্বাইয়ের এক অনুষ্ঠানে আবারও নিজের সহজ-সরল মনের পরিচয় দিলেন, বলিউডের জনপ্রিয় নায়ক সালমান খান। বুধবার আয়োজিত এই অনুষ্ঠানে মঞ্চে দাঁড়িয়ে থাকা সালমানের দিকে এগিয়ে এল এক ছোট্ট ভক্ত। মঞ্চের দর্শকাসন থেকে হাত নেড়ে ডাক দিতেই সালমান নিজের হাতে তাকে ডাকলেন মঞ্চে।
ছোট্ট মেয়েটি দৌড়ে গিয়ে সালমানকে জড়িয়ে ধরল। আর সালমানও মিষ্টি হাসি দিয়ে তাকে জড়িয়ে নিলেন। সেই মুহূর্তটি ক্যামেরাবন্দি করে নিয়েছে উপস্থিত আলোকচিত্রীরা। পরে সেই দৃশ্য ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগমাধ্যমে।
মঞ্চে এই মধুর দৃশ্য দেখে দর্শকরাও উচ্ছ্বাসে ফেটে পড়েন। সালমান শুধু জড়িয়ে ধরেই থেমে থাকেননি, পরে মেয়েটিকে মঞ্চ থেকে নামিয়ে নিয়ে গিয়েছেন তার বাবা-মায়ের কাছে। তাদের সঙ্গেও সালমান কিছুক্ষণ গল্প করেছেন, তাদের প্রশংসা করেছেন।
এই ভিডিও সামাজিক মাধ্যমে প্রকাশের পর থেকেই সালমানের ভক্তরা মুগ্ধতার কথা জানিয়েছেন। অনেকেই লিখেছেন, ছোটদের প্রতি সালমান সবসময় এমনই স্নেহময়। অনেকেই আবার বলেছেন, তার এই সহজাত ভালোবাসাই তাকে কোটি মানুষের প্রিয় করে তুলেছে।
বলিউডে তিনি যত বড় তারকা হন না কেন, এ রকম আন্তরিক মুহূর্তই সালমান খানকে আলাদা করে তুলে ধরে সবার কাছে।