দর্শকদের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে প্রকাশিত হলো বহুল প্রতীক্ষিত সিরিজ ‘স্ট্রেঞ্জার থিংস’-এর পঞ্চম ও শেষ মৌসুমের টিজার। নেটফ্লিক্সের এই জনপ্রিয় সিরিজ শেষবারের মতো এক মহাকাব্যিক রূপে দর্শকের সামনে হাজির হতে চলেছে। নতুন এই টিজারে রহস্য, আবেগ আর ভয়—all মিলে এক রোমাঞ্চকর ঝলক দিয়েছে নির্মাতারা।
সিরিজের শেষ মৌসুমটি তিনটি খণ্ডে মুক্তি পাবে বলে জানা গেছে। প্রথম খণ্ড আসবে থ্যাঙ্কসগিভিং-এ, পরেরটি বড়দিনে আর শেষ খণ্ড নতুন বছরের প্রাক্কালে। ফলে পুরো উৎসবের মৌসুম জুড়ে দর্শককে বেঁধে রাখবে এই থ্রিলার।
প্রকাশিত টিজারে দেখা গেছে WSQK ৯৪.৫ এফএম নামের একটি রেডিও স্টেশন, যা এবার গল্পের গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠবে বলে ধারণা। একটি দৃশ্যে ডাস্টিন রেডিওতে বলছে, “বার্ন শুরু হবে পাঁচে,” যা হয়তো এই ভয়াবহ জগতে বেঁচে থাকার বা খবর পৌঁছে দেওয়ার সংকেত।
টিজারের আবহ সঙ্গীতে আছে দীপ পার্পলের বিখ্যাত গানের অর্কেস্ট্রাল রিমিক্স, যা সাসপেন্সকে আরও গাঢ় করে তুলেছে।
টিজারে আরও দেখা যাচ্ছে, এডি মানসনের কবরের ওপর নোংরা আঁচড় কেটে বিকৃত করা হয়েছে। এই দৃশ্য দর্শককে কাঁপিয়ে দিয়েছে। সঙ্গে ডেমোগর্গনদের হুমকিও নতুন করে বেড়েছে।
সবচেয়ে বড় বিষয়, শেষবারের মতো সব নায়ক-নায়িকা এক হয়েছেন ভেকনাকে খুঁজে বের করে তাকে শেষ করার জন্য। সিরিজের শুরু থেকে যে অশুভ শক্তি তাদের তাড়া করে বেড়াচ্ছিল, এবার তার শেষ দেখার অঙ্গীকার নিয়ে এগোবে তারা।
দর্শক আর সমালোচকরা বলছেন, এই টিজার স্পষ্ট করে দিলো, শেষ মৌসুম হবে সব কিছুর চেয়ে ভয়ংকর, আবেগময় এবং স্মরণীয়।
এফপি/টিএ