অভিনেতা অমিতাভ বচ্চন যেমন পর্দার মানুষ, তেমনি প্রকাশ্যে নিজের মনের কথাও বলতে কখনো পিছপা হন না। এবারও তার ব্যতিক্রম হলো না। সদ্য মুক্তি পাওয়া অভিষেক বচ্চনের নতুন ছবি দেখে গর্বিত বাবা অমিতাভ প্রকাশ্যে লিখলেন ছেলের জন্য ভালোবাসা আর আশীর্বাদের কথা।
অভিষেক বচ্চনের নতুন ছবি ‘কালীধর লাপতা’ কিছুদিন আগেই প্রেক্ষাগৃহে এসেছে। ছবিতে কালীধর চরিত্রে অভিষেকের অভিনয় দেখে দর্শক যেমন খুশি, তেমনি আরও বেশি আপ্লুত হয়েছেন অমিতাভ বচ্চন। বরাবরই ছেলের প্রশংসা করতে দ্বিধা করেন না তিনি। সমালোচনা হলেও সেদিকে কর্ণপাত করেন না বিগ বি।
নিজের সামাজিক পাতায় অমিতাভ লিখেছেন, “একই বছরে তিন ধরনের চরিত্র। প্রতিটি ছবিতে নিজেকে আলাদা করে তুলে ধরেছ তুমি। পর্দায় এক মুহূর্তের জন্যও মনে হয়নি তুমি অভিষেক বচ্চন। তোমার জন্য অনেক আশীর্বাদ আর ভালোবাসা রইল।”
তিনি আরও লেখেন, “হ্যাঁ, তুমি আমার ছেলে। আমি তোমার প্রশংসা করবই। কেউ আমাকে আটকাতে পারবে না।”
অমিতাভের এই খোলামেলা প্রশংসা নিয়ে অনেক সময়ই সমালোচনা শোনা যায়। অনেকে বলেন, তিনি শুধু ছেলের প্রশংসাই করেন, কিন্তু বৌমা ঐশ্বর্যার প্রসঙ্গ তোলেন না কখনো।
এ প্রসঙ্গে কিছুদিন আগে অমিতাভ জানিয়েছিলেন, “আমি অভিষেকের প্রশংসা করলে আপনার কী? আর ঐশ্বর্যা কিংবা জয়ার প্রশংসা আমি প্রকাশ্যে করি না। বরং মনে মনে করি। তাঁদের প্রতি আমার যথেষ্ট শ্রদ্ধা আর সম্মান রয়েছে।”
ছেলেকে নিয়ে বারবার এমন ভালোবাসা আর গর্ব প্রকাশ করা যে বাবার কাছে কতটা স্বাভাবিক, তা আবারও প্রমাণ করে দিলেন অমিতাভ বচ্চন।
এফপি/টিএ