গোপালগঞ্জের এনসিপির সমাবেশকে কেন্দ্র করে দিনভর সংঘর্ষে নিহতের ঘটনায় গোপালগঞ্জে থমথমে অবস্থা বিরাজ করছে। প্রশাসনের ডাকা ২২ ঘণ্টার কারফিউ চলছে।
গতকাল এনসিপির সমাবেশকে কেন্দ্র করে পুলিশ ও এনসিপি নেতাকর্মীদের সঙ্গে দিনভর আওয়ামী লীগ ও ছাত্রলীগ নেতা কর্মীদের দিনভর সংঘর্ষ হয়। এ ঘটনায় ৪ জন গুলিবিদ্ধ হয়ে মারা যায়।
পরিস্থিতি স্বাভাবিক করতে বুধবার রাত ৮ থেকে আজ বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত কারফিউ বলবত রয়েছে। কারফিউ থাকলেও দিনমজুর খেটে খাওয়া মানুষ রাস্তায় বেরিয়েছে। তবে এই ঘটনায় মামলা, অভিযান বা গ্রেপ্তার হয়েছে কিনা তা পুলিশ নিশ্চিত করেনি।
কারফিউ চলাচলে গোপালগঞ্জ শহরে রাতে আইনশৃঙ্খলা বাহিনীর টহল ছিল। জেলা প্রশাসন থেকে মাইকিং করে জনগণকে বাইরে না আসার আহ্বান জানানো হয়। রাত থেকে জেলা সদরে লোকজনের চলাচল কমে গেছে। সকালে দুই-একজন করে বের হয়েছে। এছাড়া ২/১টি রিকশা চলতে দেখা গেছে।
সংঘর্ষের পর শহরে থমথমে ভাব বিরাজ করছে।
ইউটি/টিএ