পঞ্চমবারের মতো দেশের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোর (এনবিএফআই) সাসটেইন্যাবল বা টেকসই রেটিং প্রকাশ করেছে কেন্দ্রীয় ব্যাংক। এ তালিকায় স্থান পেয়েছে ১০টি ব্যাংক ও দুইটি আর্থিক প্রতিষ্ঠান।
বাংলাদেশ ব্যাংকের সাসটেইন্যাবল ফাইন্যান্স বিভাগ এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
এতে বলা হয়, ২০২৪ সালের টেকসই ১০ ব্যাংকের তালিকায় রয়েছে ব্র্যাক ব্যাংক, সিটি ব্যাংক, ডাচ-বাংলা ব্যাংক, ইস্টার্ন ব্যাংক, যমুনা ব্যাংক, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক, এনসিসি ব্যাংক, প্রাইম ব্যাংক, পূবালী ব্যাংক এবং শাহজালাল ইসলামী ব্যাংক।
নতুন এই তালিকায় থাকা ব্র্যাক ব্যাংক, সিটি ব্যাংক, ইস্টার্ন ব্যাংক, যমুনা ব্যাংক, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক ও প্রাইম ব্যাংক আগের বছরেও অবস্থান ধরে রেখেছিল। অন্যদিকে, ২০২৩ সালের তালিকায় থাকা এক্সিম ব্যাংক, ট্রাস্ট ব্যাংক, ইউসিবি ও উত্তরা ব্যাংক এ বছর তালিকায় স্থান পায়নি।
এছাড়া ২০২৪ সালের টেকসই আর্থিক প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে- আইডিএলসি ফাইন্যান্স এবং আইপিডিসি ফাইন্যান্স। তারা টানা দ্বিতীয় বছরের মতো টেকসই রেটিংয়ে নিজেদের অবস্থান ধরে রেখেছে।
মূলত পাঁচটি সূচকের ওপর ভিত্তি করে যাচাই করা হয়েছে এ মান। এগুলো হলো টেকসই অর্থায়ন সূচক, সামাজিক দায়বদ্ধতা কার্যক্রম, পরিবেশবান্ধব প্রকল্পে অর্থায়ন, টেকসই কোর ব্যাংকিং সূচক ও ব্যাংকিং সেবার পরিধি।
এর আগে, ২০২৩ সালের তথ্যের ভিত্তিতে শীর্ষ ১০ ব্যাংক ও তিনটি আর্থিক প্রতিষ্ঠান সাসটেইন্যাবলিটি রেটিংয়ে সেরাদের এ তালিকায় স্থান পায়।
উল্লেখ্য, টেকসই উন্নয়ন অভীষ্ট লক্ষ্য অর্জনের জন্য বাংলাদেশ ব্যাংক কয়েক বছর ধরে এ টেকসই রেটিং প্রকাশ করে আসছে।
এসএন