বলিউডের অন্যতম জনপ্রিয় ও সম্মানিত জুটি অনুপম খের ও কিরণ খের। তিন দশকের বেশি সময় ধরে তাঁদের ভালোবাসা, শ্রদ্ধা আর পারস্পরিক বন্ধনে গড়া দাম্পত্য আজও বহু মানুষের কাছে উদাহরণ। কিন্তু এতটা পথ একসঙ্গে পেরিয়ে আসার পরও তাঁদের জীবনে একটি বিষয় ছিল না, নিজেদের কোনও সন্তান। দীর্ঘদিন চুপ থেকে এবার সেই অভাবের কথাই অকপটে প্রকাশ করলেন অনুপম খের।
সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি জানান, “নিজের সন্তান না থাকার বিষয়টা আমাকে ৬০ বছর বয়সের পর থেকে খুব নাড়া দিতে শুরু করে। তার আগে এমন কোনও অনুভব হয়নি।” তিনি আরও বলেন, “আমার সংস্থা বাচ্চাদের নিয়ে অনেক কাজ করে। এমনকি আমি ‘সে সামথিং টু অনুপম আঙ্কল’ নামে একটি শো করতাম। সেই শো করতে করতে বিষয়টা আমাকে আরও বেশি ভাবাত।”
অনুপম খের জানালেন, সন্তান না হওয়ার পেছনে ছিল শারীরিক কিছু জটিলতা। প্রথমদিকে সন্তানধারণে সমস্যা হয়। পরে কিরণ গর্ভধারণ করলেও, গর্ভস্থ সন্তানের সঠিক বিকাশ হয়নি। তবে তাঁদের জীবনে ছিলেন কিরণের প্রথম পক্ষের সন্তান সিকন্দর। মাত্র চার বছর বয়সে যখন অনুপম কিরণকে বিয়ে করেন, তখন থেকেই সিকন্দর তাঁদের জীবনের গুরুত্বপূর্ণ অংশ। অনুপম বলেন, “সিকন্দর আমার সন্তানই। আমাদের কাছে ও যথেষ্ট। ওর উপস্থিতিতে জীবনে কোনও কিছুর অভাব অনুভব করিনি।”
এই সম্পর্কের পেছনে রয়েছে অনেক লড়াই, অনেক অপেক্ষা। কিরণের প্রথম বিয়ে ছিল অশান্তিতে ভরা। অন্যদিকে অনুপম খেরও তখন সদ্য বিবাহবিচ্ছিন্ন। এই কঠিন সময়েই দুজনের মধ্যে বন্ধুত্ব থেকে জন্ম নেয় ভালবাসা। ১৯৮৫ সালে সেই ভালবাসাই রূপ নেয় দাম্পত্যে। আজ এত বছর পর, যখন বয়সের ভারে পেছন ফিরে দেখা—তখনই হয়তো মন ভার হয়। হয়তো কিছু শূন্যতা উঁকি দেয়।
তবু, প্রেম আর সম্মান যেভাবে তাঁরা একে অপরকে দিয়েছেন, তাতে তাঁদের জীবনের গল্প হয়ে উঠেছে বহু মানুষের অনুপ্রেরণা।
এসএন