বিপিএলের সপ্তম আসরে খেলবে সিলেট সিক্সার্স

সব সংশয় দূর করে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) সপ্তম আসরে অংশ গ্রহণের কথা জানিয়েছে সিলেট সিক্সার্স।

শনিবার দুপুরে বিসিবি কার্যালয়ে নিজেদের অংশগ্রহণ, চুক্তি ও নতুন বাইলজ নিয়ে গভর্নিং কাউন্সিলের সাথে আলোচনা করেছে দলটির ফ্র্যাঞ্জাইজি। এসেছিলেন দলটির মালিক সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। ছিলেন দলটির প্রধান নির্বাহী ইয়াসির ওবায়েদ।

বিপিএল গভর্নিং কাউন্সিলের সভা শেষে ইয়াসির ওবায়েদ বলেন, নতুন করে চুক্তি করা হবে। সব দলের মতো আজ আমরাও মতামত দিলাম। আমরা নিজেদের পর্যবেক্ষণগুলো তুলে ধরেছি। বিপিএল কীভাবে আরও সুন্দরভাবে হতে পারে সেটি নিয়ে আমাদের পরামর্শ দিয়েছি।

সিলেটসহ ছয় দল থাকলেও আগামী আসরে থাকছে না চিটাগং ভাইকিংস। ফ্র্যাঞ্চাইজটির মালিকানায় থাকা ডিবিএল গ্রুপ সরে দাঁড়ানোয় নতুন আগ্রহী খুঁজতে দরপত্র দিয়েছে বিসিবি।

 

টাইমস/এইচইউ

Share this news on: