দীর্ঘ বিরতির পর আবারও আগুনঝরা নেতিবাচক চরিত্রে দেখা যাবে বর্ষীয়ান অভিনেতা মোহন বাবুকে। ‘দসরা’ খ্যাত পরিচালক শ্রীকান্ত ওডেলার পরবর্তী অ্যাকশন ড্রামা ‘দ্য প্যারাডাইস’ ছবিতে মোহন বাবু রূপ নিচ্ছেন এক রহস্যময় ও প্রভাবশালী মুসলিম ডনের ভূমিকায়, যার প্রভাব বিস্তার শহর হায়দরাবাদের পুরোনো অংশজুড়ে।
এ চরিত্রের জন্য তিনি নিচ্ছেন এক সম্পূর্ণ রূপান্তর—চেহারায়, চলনে, চোখের চাহনিতে। বহু বছর ধরে সাহসী ও নেতৃস্থানীয় চরিত্রে অভিনয় করলেও এবার তিনি ফিরছেন সেই পুরনো ছায়ায়, যেখানে তাঁর শিকড়। তাঁর 'অল্লুরি সীতারামারাজু', 'সর্দার পাপারায়ুডু', 'খাইদি নম্বর ৭৮৬'-এর মতো ছবিতে তাঁর ভয়াল ভিলেনি আজও মনে রেখেছে দর্শক।
‘দ্য প্যারাডাইস’ ছবিতে মোহন বাবুর মুখোমুখি হবেন নানি, যিনি ইতিমধ্যেই শক্তিশালী প্রতিপক্ষের বিরুদ্ধে দুর্দান্ত পারফরম্যান্সে প্রশংসিত হয়েছেন—‘হিট ৩’-এ প্রতীক বাব্বার এবং ‘দসরা’-তে শাইন টম চ্যাকোর বিরুদ্ধে। কিন্তু এবার তাঁর বিপক্ষে থাকছেন তেলুগু সিনেমার কিংবদন্তি এক অভিনেতা, যাঁর উপস্থিতিতেই কাঁপে পর্দা।
ছবিটি হতে চলেছে একটি টানটান উত্তেজনাপূর্ণ গল্প, যেখানে মূল আকর্ষণ হবে মোহন বাবুর প্রতিটি সংলাপ ও চোখেমুখে ছড়িয়ে থাকা ত্রাস। পরিচালকের মতে, এই চরিত্রটি এমন এক রূপ যা মোহন বাবু আগে কখনও করেননি—গম্ভীর, কৌশলী এবং নির্মম।
বয়সকে হার মানিয়ে তিনি যেন আবারও প্রমাণ করলেন, সত্যিকারের অভিনেতার কোনো অবসর নেই। তাঁর প্রত্যাবর্তনে উচ্ছ্বসিত ভক্তরা ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় শুরু করেছেন প্রশংসার বন্যা।