কয়েক বছর ধরে বিতর্কেই জড়িয়েছে বলিউডের জনপ্রিয় অভিনেত্রী শিল্পা শেঠির নাম। স্বামী রাজ কুন্দ্রার জন্য একাধিকবার শিরোনামে উঠে এসেছেন অভিনেত্রী। কখনো বা আবার বেআইনি সম্পত্তির মালকিন হিসেবে আইনি জটিলতায় পড়ে রোষানলে পড়তে হয়েছে তাকে। তবে এবার একটু ব্যতিক্রমী ঘটনায় শিরোনামে এলেন শিল্পা।
এবার আর সমালোচনা নয়, প্রশংসাই জুটছে।
তামাকজাত দ্রব্যের বিরুদ্ধে নিজের অবস্থান স্পষ্ট করলেন শিল্পা। তাতে অভিনেত্রীকে কুর্নিশ জানিয়েছেন খোদ ফটো সাংবাদিকরা। সম্প্রতি একটি শোয়ের অনুষ্ঠানের পূর্বে এক ফটো সাংবাদিককে তামাকদ্রব্য না খাওয়ার জন্য পরামর্শ দেন শিল্পা।
রীতিমতো তাকে শাসনও করেন। যে ভিডিও ছড়িয়ে পড়তেই প্রশংসিত হচ্ছেন এ অভিনেত্রী।
বর্তমানে ‘সুপার ডান্স’ রিয়ালিটি শোয়ের বিচারক হিসেবে ব্যস্ত শিল্পা। সামনেই ১৯ জুলাই শোয়ের প্রিমিয়ার।
তাই টিমের ব্যস্ততা আরো তুঙ্গে। আর পাঁচ দিনে মতোই শিল্পা সেটে ঢুকছিলেন। তবে এদিন প্রিমিয়ার শোয়ের শুট থাকায় স্পেশাল সাজপোশাকে ধরা দিলেন চাবাতে দেখেই চেঁচিয়ে উঠলেন তিনি। শুধু তা-ই নয়, তার দিকে তেড়ে গিয়ে ধমক দিয়ে বললেন, ‘তুই আয় এদিকে। দেখি, তোর মুখ দেখা।’
শিল্পার কথায় লজ্জায় ওই ফটো সাংবাদিক দুই হাতে মুখ ঢাকলেও পার পাননি! আশপাশের ফটো সাংবাদিকরা ফাঁস করে দেন যে, গুটখা খাওয়ার বদ-অভ্যাস এখনো ত্যাগ করেননি সেই ব্যক্তি। এতেই শিল্পা চোখ রাঙিয়ে বলেন, ‘গুটখা খাওয়াটা বন্ধ কর।’ সেই ক্যামেরাবন্দি মুহূর্ত ভাইরাল হতেই শিল্পা শেঠির প্রশংসায় পঞ্চমুখ সবাই। যদিও হাসিমুখেই এমন শাসন করেছেন শিল্পা। আর শিল্পার এই হাস্যরসে হেঁসে উঠেন উপস্থিত ফটো সাংবাদিকরাও। তবে মাদকজাত দ্রব্যের বিরুদ্ধে অভিনেত্রীর অবস্থান মন ছুঁয়েছে সবার।
টিকে/