সফলতার পথে প্রথম পদক্ষেপ সবসময় মসৃণ হয় না, এমনটাই প্রমাণ করলেন নতুন মুখ ভাগ্যশ্রী বরসে। তার প্রথম ছবি ‘মিস্টার বচ্চন’ যদিও দর্শক ও সমালোচকদের কাছে তেমন সাড়া ফেলতে পারেনি, তবে তা তার ক্যারিয়ারের গল্প শেষ করেনি। বরং এই এক ব্যর্থতার পর দ্রুত ফিরেছেন তিনি, এখন তিনি ইতিমধ্যেই পাঁচটি নতুন তেলেগু সিনেমায় কাজ করছেন। যার মধ্যে দুইটি মুক্তির অপেক্ষায় এবং তিনটি চলমান প্রযোজনার পর্যায়ে রয়েছে।
ভাগ্যশ্রীর জোরালো অভিনয় ও প্রাণবন্ত নৃত্য দক্ষতা তাকে বড় বড় প্রজেক্টে প্রধান ভূমিকায় পৌঁছে দিয়েছে। তেমনি তার অন্যতম উল্লেখযোগ্য কাজ হলো বিজয় দেবরকোন্ডার ‘কিংডম’, যা ৩১ জুলাই মুক্তি পাচ্ছে এবং রাম পোথিনেনির ‘আন্ধ্রা কিং তালুকা’, যার শেষ পর্যায়ে গান প্রচার শুরু হয়ে গেছে।
টলিউডের নতুন প্রতিভাদের মধ্যে ভাগ্যশ্রীকে এখন সবচেয়ে ভাগ্যবান ও আলোচিত তারকাদের একজন হিসেবে দেখা হচ্ছে। তবে তার জন্য আসল পরীক্ষার সময় এখন শুরু হয়েছে- হবে কি না তার অভিনয় ও কাজের প্রতিফলন সাফল্যের মাপে?
শিল্পী এবং ভক্তরা দৃষ্টিপাত রেখেছেন তার প্রতিটি পদক্ষেপে, অপেক্ষায় রয়েছেন নতুন তারকার উত্থান দেখার।
কেএন/এসএন