বলিউডের কিংবদন্তী অভিনেতা ঋষি কাপুর ও নীতু কাপুরের ব্যক্তিগত মুহূর্ত নিয়ে একটি মজার স্মৃতি সম্প্রতি ভাগ করে নিয়েছেন কমেডিয়ান-অভিনেতা বীর দাস। প্লেনের মধ্যে কেক খাওয়া নিয়ে এই তারকা দম্পতির তুমুল ঝগড়া এরপর ঋষি কাপুরের প্রতিক্রিয়া রীতিমতো নেটিজেনদের হাসির খোরাক জুগিয়েছে।
বীর দাস সম্প্রতি সাক্ষী শিবদাসানী এবং নয়না ভানের পডকাস্ট ‘মোমেন্ট অফ সাইলেন্সে’ যোগ দিয়েছিলেন, যেখানে তিনি ঋষি কাপুরের সঙ্গে ফ্লাইটে তার দেখা হওয়ার কথা স্মরণ করেন।
তিনি জানান, ‘নমস্তে লন্ডন’ সিনেমায় ঋষি কাপুরের সঙ্গে কাজ করার সুবাদে তাদের পরিচয় হয়। ঋষি কাপুর তাকে প্রথম দেখাতেই 'কুল গাই' বলে সম্বোধন করেছিলেন এবং তার অভিনয়ের প্রশংসাও করেছিলেন। বীর রসিকতার ছলে বলেন, ‘ঋষি কাপুরের সঙ্গে হাত মেলানো তার কাছে সিনেমার নায়িকার মতো মনে হয়েছিল।’
পাঁচ বছর পর এক ফ্লাইটে ঋষি কাপুরের সঙ্গে আবার দেখা হয় বীর দাসের। সেই অভিজ্ঞতার বর্ণনা দিতে গিয়ে বীর বলেন, ‘আমি প্লেনের পেছনে ছিলাম, আর বিজনেস ক্লাসে সামনে এক দম্পতির মধ্যে তুমুল কথা কাটাকাটি শুনছিলাম। ‘তুমি কেক খেতে পারো না।’ ‘আমি কেক খেতে চাই।’ ‘ডাক্তার বলেছেন কেক না, তুমি কেক খাওয়ার অনুমতি পাবে না।’ ‘আমি রেড ভেলভেট কেক চাই। কী হচ্ছে?’
এরপরই নাটকীয় মোড় নেয় ঘটনাটি। বীরের কথায়, ‘তারপর ঋষি কাপুর উঠে দাঁড়ান আমাকে দেখে ঋষিজি বলেন, 'আরে বীর'। তারপর তিনি আমার পাশে এসে বসেন। তিনি জানতে চান, আমি আমার কেকটি খাব কি না! এরপর তিনি আমার কেকটা খেয়ে ফেলেন।’
কেক খাওয়া নিয়ে নীতু কাপুরের সঙ্গে ঋষি কাপুরের এই মিষ্টি ঝগড়া এবং বীরের সঙ্গে ঋষির এই মজার মিথস্ক্রিয়া পডকাস্টের দর্শকদের দারুণ বিনোদন দিয়েছে।
এমকে/টিএ