বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমানউল্লাহ আমান বলেছেন, ‘তারেক রহমানের নেতৃত্বে এক দশক ধরে আন্দোলন চলছে। আমি একসময় পল্টনে একটি কথা বলতাম, সেই কথাগুলো ছিল—তারেক রহমানের। আমার মুখ দিয়ে প্রতিধ্বনিত হয়েছিল তার কথাগুলো। আমি বলেছিলাম, ‘বিনা ভোটে যারা এমপি বা মন্ত্রী হয়েছে, তাদের সংসদ ও সচিবালয় থেকে বের করতে হবে।
যদি তারা পদত্যাগ না করে, তাহলে প্রয়োজনে গণভবন থেকে শেখ হাসিনাকে টেনেহিঁচড়ে বের করতে হবে। এসব কথা তারেক রহমানের নেতৃত্বের প্রতিফলন।’
তিনি বলেন, ‘তারেক রহমানের এই প্রতিধ্বনির কারণেই আজ দেশের মানুষের মন জয় করেছেন তিনি। সামনে নির্বাচন আসছে।
অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে সেই নির্বাচনে আল্লাহর রহমতে তারেক রহমান অংশ নেবেন। আমরা দ্রুত তাকে দেশে ফিরিয়ে আনব, ইনশাআল্লাহ। নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা পেয়ে বিএনপি আবার ক্ষমতায় আসবে।’
বৃহস্পতিবার (১৭ জুলাই) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র–শিক্ষক কেন্দ্র মিলনায়তনে আয়োজিত এক স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জুলাই-আগস্টের ঐতিহাসিক গণ-অভ্যুত্থানে বীর শহীদদের স্মরণে জাতীয়তাবাদী ছাত্রদল এ স্মরণসভার আয়োজন করে।
ছাত্রদলের প্রতি আহ্বান জানিয়ে আমান বলেন, ‘প্রস্তুতি নিন, প্রস্তুতি নিন। ছাত্রদল একটি অপ্রতিরোধ্য শক্তি। এই শক্তিকে কেউ কোনো দিন দমাতে পারেনি আর পারবেও না। তাই আমি রাকিব, নাছিরকে বলব—জরুরি ভিত্তিতে ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে ঝাঁপিয়ে পড়ো।সামনে দাঁড়াও, তোমাদের পেছনে আমরা আছি, থাকব ইনশাআল্লাহ।’
বিএনপির এই নেতা সতর্ক করে বলেন, ‘যাদের বয়স এখনো ৪২ বা ৫৪ হয়নি, তাদের উদ্দেশ্যে বলছি—দয়া করে কথাবার্তা একটু সামলে বলুন। তারেক রহমান ধৈর্য এবং সহনশীলতার সঙ্গে বক্তব্য রাখছেন। তিনি বড় দলের নেতা হিসেবে ছাড় দেওয়ার কথা বলেছেন। সুতরাং অহেতুক সমালোচনা থেকে বিরত থাকুন।’
এফপি/টিএ