চৌদ্দ বছর কেটে গেল, কিন্তু ‘জিন্দেগি না মিলেগি দোবারা’র প্রেমে বুঁদ হয়ে আছেন দর্শক। হৃত্বিক রোশন, ফারহান আখতার ও অভয় দেওলের সেই স্পেন সফর, বন্ধুত্ব আর আত্মঅন্বেষণের গল্প যেন আজও দর্শকদের হৃদয়ে অমলিন। আর তাই বারবার উঠছে একটি প্রশ্ন—আবার কবে দেখা যাবে ইমরান, অর্জুন ও কবীরকে একসঙ্গে?
কিন্তু সেই আশা আপাতত পূরণ হচ্ছে না। কারণ, ফারহান আখতার স্পষ্ট জানিয়ে দিয়েছেন, “কোনো পাকা কারণ না থাকলে সিক্যুয়েল হবে না।”
তিনি বলেন, “বন্ধুরা এতদিন পর কী করছে, তা দেখতে মজারই হবে। কিন্তু গল্পের স্বার্থে কোনো বিশ্বাসযোগ্যতা না থাকলে সিক্যুয়েল বানানোর মানে হয় না।”
‘জিন্দেগি না মিলেগি দোবারা’ শুধু একটা সিনেমা নয়, অনেকের জীবনের দর্শন। জোয়া আখতার পরিচালিত এই ছবির স্প্যানিশ লোকেশন, বন্ধুত্বের আন্তরিকতা, কবিতার গভীরতা আর আবেগময় সংলাপ আজও ছুঁয়ে যায় মন।
ফারহান জানালেন, সেই সময়টা ছিল একেবারে অন্যরকম। গোটা দলটা যেন একটা ট্র্যাভেল কমিউনের মতো ছিল। হৃত্বিক, অভয়, ক্যাটরিনা, কালকিদের সঙ্গে সেই যাত্রাটা একেবারে স্মৃতিমেদুর।
ভক্তরা যদিও এখনও আশায় বুক বাঁধেন—বয়স বেড়েছে, জীবন পাল্টেছে, কিন্তু ইমরান, অর্জুন আর কবীর কি আবার একসঙ্গে কোনো সফরে বেরোবে না?
প্রশ্নটা থেকে যাচ্ছে। উত্তর আসবে কিনা, তা কেবল সময়ই বলবে।
এসএন