হঠাৎই অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি দক্ষিণী সিনেমা ও বলিউডের জনপ্রিয় অভিনেতা বিজয় দেবেরাকোন্ডা। দুই দিন ধরে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন অভিনেতা।
ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদন থেকে জানা যায়, বুধবার (১৬ জুলাই) হাসপাতালে ভর্তি হয়েছেন বিজয়। হাসপাতালে প্রয়োজনীয় পরীক্ষার পর জানা যায় ডেঙ্গু আক্রান্ত তিনি।
চিকিৎসকরা বলছেন, বিজয়ের শারীরিক অবস্থা বর্তমানে মোটেও ভালো নয়। তাই চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন। চিকিৎসার জন্য আরও দুই দিন হাসপাতালে থাকতে হতে পারে তাকে। শারীরিক অবস্থার উন্নতি হলে আগামী ২০ জুলাই হাসপাতাল ছাড়তে পারেন অভিনেতা।
এদিকে চলতি মাসেই প্রেক্ষাগৃহে মুক্তির কথা রয়েছে বিজয় দেবেরাকোন্ডা অভিনীত নতুন সিনেমা ‘কিংডম’। সিনেমাটি মুক্তির তারিখ অনেক আগে থাকলেও ভারতের পহেলগামের হামলার জন্য তা পিছিয়ে দেয়া হয়।
সিনেমা সংশ্লিষ্টদের নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ৩১ জুলাই প্রেক্ষাগৃহে মুক্তি পাবে বিজয় দেবেরাকোন্ডা অভিনীত নতুন সিনেমা ‘কিংডম’।
টিকে/