আগামী বছরের জুন-জুলাইয়ে যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় অনুষ্ঠিত হবে ফিফা বিশ্বকাপের ২৩তম আসর। টুর্নামেন্টের আগে ফুটবলের অনেকগুলো নিয়মের পরিবর্তন নিয়ে আলোচনা করছে আইন প্রণেতারা। যেখানে বদলে যেতে পারে পেনাল্টির পুরনো নিয়মও।
ব্রিটিশ সংবাদ মাধ্যম ‘দ্য সান’ তাদের এক প্রতিবেদনে জানিয়েছে, ফুটবলের আইনপ্রণয়নকারী স্বাধীন আন্তর্জাতিক সংস্থা- ইন্টারন্যাশনাল ফুটবল অ্যাসোসিয়েশন বোর্ড (আইএফএবি) এর সভায় পেনাল্টির নিয়ম পরিবর্তনের প্রস্তাব উঠেছে। পরিবর্তিত নিয়মে, পেনাল্টি শট মিস করার পর ফিরতি বলে কেউ শট নিতে পারবে না, সেটা গোলকিক হবে। অর্থাৎ পেনাল্টিতে একবারই শট নেয়া যাবে।
পুরনো নিয়মে, প্রথম শটে মিস করার পর আবার শট নিতে পারতেন ফুটবলাররা। অফিশিয়ালরা মনে করেন, নিয়মটি চালু হলে পেনাল্টি পাওয়া দল অন্যায় সুবিধা পাবে না। পেনাল্টির সময় গোলকিপারের একটি পা গোললাইনের ওপরে কিংবা পেছনে থাকতে হয়। ফিরতি বলে আবারও শট নেয়াকে পেনাল্টি ঠেকানো দলের জন্য দ্বিগুণ শাস্তি বলে মনে করেন ফুটবলবোদ্ধারা। আইএফএবি অনুমোদন দিলে আগামী বছরের বিশ্বকাপে পেনাল্টিতে নতুন নিয়মটি দেখতে পাবেন ফুটবলপ্রেমীরা। অবশ্য আগামী বছরের ফেব্রুয়ারির মধ্যে নিয়মটি পাস করতে হবে সংস্থাটিকে।
পেনাল্টির নিয়ম ছাড়াও ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারির (ভিএআর) কার্যপরিধি আরও বাড়ানোর কথা ভাবছে আইএফএবি। কর্নার ও খেলোয়াড়দের দ্বিতীয় হলুদ কার্ড দেওয়ার ক্ষেত্রে ভিএআর প্রযুক্তির হস্তক্ষেপের কথা ভাবা হচ্ছে। তবে এসব ক্ষেত্রে রেফারির সিদ্ধান্ত নিয়ে সন্দেহ হলে শুধু তখনই ভিএআর ব্যবহারের পরিকল্পনা রয়েছে। যাতে সময়ের কোনো অপচয় না হয়।
ইউটি/এসএন