বলিউডে আসছে সানি দেওল অভিনীত নতুন সিনেমা ‘বর্ডার ২’। ইতোমধ্যে শেষ হয়েছে ছবিটির শুটিংয়ের কাজ। তাই অভিনেতাও এখন রয়েছেন ছুটির আমেজে। সেখান থেকে প্রকাশ করেছেন ছবি, আর ভক্তদের মাঝে তৈরি করেছেন এক নতুন জল্পনা।
ছুটি কাটাতে হিমালয়ের পাহাড়ে গিয়েছিলেন সানি। আর সেখান থেকেই তার দেখা মিলল এক বদলে যাওয়া চেহারা! ভক্তরাও খুঁজে পেয়েছেন এক অন্য ইঙ্গিত! ধারণা করা হচ্ছে, আসন্ন সিনেমা ‘রামায়ণ’-এ দেখা যেতে পারে সানি দেওলকে।
গত বুধবার এক ইনস্টাগ্রাম পোস্টে নিজের ভ্রমণের মুহূর্তগুলো ভাগ করে নেন সানি দেওল। হিমালয় থেকে তিনি লেখেন, ‘পর্বতশৃঙ্গের মধ্য দিয়ে জীবন একটি ঘূর্ণায়মান রাস্তা নতুন চেহারা, নতুন দিক।’
দেখা যায়, এক ক্লিন শেভড লুকে, নিল সোয়েটশার্ট ও ধূসর ট্রাউজার্স পরে গাড়ির ছাদে বসে পোজ দিয়েছেন সানি। ব্যাকগ্রাউন্ডে বাজছে হান্স জিমারের সুর। জিমার, যিনি নীতেশ তিওয়ারির ‘রামায়ণ’-এর সংগীত পরিচালক এখানেই যেন মিল খুঁজে পাচ্ছেন অনেকে।
এছাড়াও সানির এই নতুন লুক ঘিরে ভক্তদের জল্পনা, সানি দেওল বুঝি হনুমান রূপে অবতীর্ণ হতে চলেছেন। কমেন্ট বক্সে অনেকে লিখেছেন, ‘জয় শ্রীরাম!’ কিংবা ‘হনুমানজির চরিত্রের প্রস্তুতি চলছে।’ কেউ বলেছেন, ‘ড্যাশিং! হনুমানজি পদধারণ করছেন।’
মূলত, নীতেশ তিওয়ারির পরিচালনায় ‘রামায়ণ’ সিনেমায় সানিকে দেখা যাবে ভগবান হনুমানের ভূমিকায়। ছবিটি প্রযোজনা করছেন নমিত মালহোত্রা। এতে ভগবান রামের চরিত্রে অভিনয় করবেন রণবীর কাপুর, রাবণের চরিত্রে থাকবেন যশ, সীতা হচ্ছেন সাই পল্লবী এবং লক্ষ্মণ চরিত্রে রবি দুবে। কিছুদিন আগেই এই ছবির প্রথম ঝলক প্রকাশ পায়, যা দেখে ভক্তদের মধ্যে উৎসাহ আরও বেড়েছে।
দুটি পর্বে মুক্তি পাবে এই বিগ বাজেট ছবি। প্রথমটি ২০২৬ সালের দিওয়ালিতে, দ্বিতীয়টি ২০২৭ সালের দিওয়ালিতে।
এদিকে, বর্ডার (১৯৯৭) এবং ‘বর্ডার ২’ উভয় সিনেমাতেই সানি দেওলের চরিত্র হলো একজন ভারতীয় সেনা কর্মকর্তা। অনুরাগ সিং পরিচালিত ‘বর্ডার ২’ ছবিতে আরও রয়েছেন বরুণ ধাওয়ান, দিলজিৎ দোসাঞ্জ ও আহান শেট্টি। এটি ২০২৬ সালের ২৩ জানুয়ারি মুক্তি পাওয়ার কথা রয়েছে। গত বছর ‘বর্ডার ২’ এর ঘোষণা দিয়েছিলেন সানি দেওল। অভিনেতা বলেছিলেন, ২৭ বছর আগে একজন সেনা কথা দিয়েছিলেন তিনি ফিরবেন, সে কথা রাখতেই আবার দেশরক্ষার কাজে নামবেন তিনি।
এমকে/এসএন