আজ রাতে জায়েদ খানের অতিথি দীঘি
নিউইয়র্ক থেকে প্রকাশিত প্রবাসী বাংলা গণমাধ্যম ঠিকানা হাজির হয়েছে ‘ফ্রাইডে নাইট উইথ জায়েদ খান’ টক শো নিয়ে। অনুষ্ঠানটিতে নিয়মিত সঞ্চালক হিসেবে থাকছেন চিত্রনায়ক জায়েদ খান। প্রতি শুক্রবার রাতের পর্দায় তিনি হাজির হবেন এক ভিন্নধর্মী পরিবেশনায়।
টক শোটির দ্বিতীয় পর্ব উন্মুক্ত হতে যাচ্ছে আজ শুক্রবার।
এবারের পর্বে জায়েদ খানের অতিথি হিসেবে থাকছেন চিত্রনায়িকা প্রার্থনা ফারদিন দীঘি। অনুষ্ঠানটি বাংলাদেশ সময় রাত ১০টায় প্রচারিত হবে ঠিকানা টিভির ইউটিউব চ্যানেলে।
জায়েদ খান বলেন, ‘এটা আমার জন্য এক নতুন যাত্রা। আমি এমন একটি অনুষ্ঠান উপহার দিতে চাই, যেখানে আমাদের গল্পগুলো উঠে আসবে বাস্তব, অনুপ্রেরণাদায়ক এবং চেতনাকে নাড়া দেওয়ার মতো।
স্বদেশ ও প্রবাসী দুই প্রজন্মের দর্শকদের কাছে পৌঁছানোর লক্ষ্যে সাজানো এই অনুষ্ঠানে থাকছে তারকাদের একান্ত সাক্ষাৎকার, প্রবাস জীবনের সংগ্রাম ও সাফল্যের গল্প, সামাজিক বাস্তবতা ও নতুন প্রজন্মের ভাবনার প্রতিফলন। অনুষ্ঠানটির যাত্রা শুরুর পর্বে প্রথম অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা।
এমকে/টিএ