গণমাধ্যম ব্যক্তিত্ব ও চিকিৎসক আব্দুন নূর তুষার বলেছেন, নির্বাচনের জন্য আইন-শৃঙ্খলা পরিস্থিতি খুবই গুরুত্বপূর্ণ। আইন-শৃঙ্খলা পরিস্থিতি রক্ষা করতে না পারলে নির্বাচনী প্রচারণার সময় অথবা নির্বাচনের সময় যে কর্মকাণ্ডগুলো হয়, তখন এ ধরনের সহিংসতা আরো বেড়ে যেতে পারে।
সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশনের টক শোতে এসে তিনি এসব কথা বলেন।
তুষার বলেন, নির্বাচনের সময় প্রতিপক্ষ প্রার্থীর সমর্থকরা নানান ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত হতে পারেন।
অনেক সময় প্রতিপক্ষের বিরুদ্ধেও সন্ত্রাস চালানোর সুযোগ থাকে। দুর্বল প্রতিপক্ষকে ভয় দেখিয়ে নির্বাচন থেকে সরিয়ে দেওয়া অথবা সমর্থকদের নির্বাচনে ভোট দিতে যেতে না দেওয়া। এ জন্য আইন-শৃঙ্খলা পরিস্থিতি নির্বাচনের একটি পূর্বশর্ত।
তিনি বলেন, আইন-শৃঙ্খলা রক্ষার দায়িত্বে যারা আছেন, তাদের ও সরকারের এক ধরনের নিষ্ক্রিয়তা পরিলক্ষিত হচ্ছে।
ফলে এই ঘটনাগুলো বাড়তে শুরু করেছে। এটাকে অজুহাত হিসেবে কাজে লাগিয়ে কোনো কোনো রাজনৈতিক দল বা পক্ষ বলতে শুরু করছেন যে নির্বাচন এই পরিবেশে করা সম্ভব হবে কি না তা সন্দিহান।
তুষার আরো বলেন, কেউ কেউ আবার বলছেন এই পরিবেশে নির্বাচন করা যাবে না। ফলে এই পরিস্থিতি যারা তৈরি করছেন, নির্বাচন না হলে তাদের বেনিফিশিয়ারি হওয়ার সম্ভাবনা বা তাদের লাভজনক কিছু পাওয়ার সম্ভাবনা আছে।
পিএ/টিএ