বাংলাদেশের স্বাধীনতা থেকে যুগের পর যুগ একটি দল দেশের মানুষের সঙ্গে মুনাফেকি করে যাচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য বাবু গয়েশ্বর চন্দ্র রায়। যারা স্বাধীনতায় সরাসরি বিরোধিতা করেছে, তাদের ক্ষমা করা হলেও তার অপরাধ এখনও ভুলে যাওয়া হয়নি। ’৭১ সালে যেই কাজটা বাকি ছিল সেটি ২০২৪-এ এসে যদি শুরু করে তবে পরিণতি ভালো হবে না।
তিনি আজ শনিবার (১৯ জুলাই) বিকেলে নরসিংদীর ইটাখোলা মোড়ে শিবপুর বিএনপির আয়োজনে ছাত্রজনতার গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণ ও আহতদের সুস্থতা কামনায় দোয়া মাহফিল ও আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
এ সময় গয়েশ্বর চন্দ্র রায় প্রধান উপদেষ্টাকে উদ্দেশ্যে করে বলেন, আপনি কথা দিয়েছেন ফেব্রুয়ারিতে নির্বাচন দেবেন, নির্বাচনের আয়োজন করুন। কেউ যদি চাপ দেয় বা বাধা দেয়, বিএনপি আপনার পাশে থাকবে।
তিনি বলেন, পিআর (আনুপাতিক হারে) নির্বাচন পদ্ধতি বিশ্বের অন্যান্য দেশে ভালো হলেও আমাদের দেশে এটা কোনো সিস্টেম নয়। আমাদের সংস্কৃতিতে এ পদ্ধতি মানানসই নয়। পিআর হলো পেছনের রাস্তা দিয়ে ক্ষমতা দখলের চেষ্টা।
শিবপুর উপজেলা বিএনপির সভাপতি আবুল হারিছ রিকাবদারের সভাপতিত্বে আলোচনাসভায় আরও বক্তব্য রাখেন, বিএনপির যুগ্ম মহাসচিব ও জেলা বিএনপির সভাপতি খায়রুল কবির খোকন, জেলা বিএনপির সিনিয়র সহসভাপতি সরদার সাখাওয়াত হোসেন বকুল, তোফাজ্জল মাস্টার, সাধারণ সম্পাদক মনজুর এলাহী, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আকরামুল হাসানসহ বিভিন্ন নেতারা।