সোমবার ফেনীতে এনসিপির পদযাত্রা

জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তি ও দেশ গড়তে জুলাই পদযাত্রার অংশ হিসেবে সোমবার (২১ জুলাই) ফেনীতে আসছে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতারা। এদিন শহরের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণ ও মহিপালে পথসভা করবে দলটি। পাশাপাশি শহরের বিভিন্ন সড়কে পদযাত্রা করবে দলের নেতাকর্মীরা। 

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সূত্রে জানা গেছে, সোমবার সকালে দলের নেতৃবৃন্দ খাগড়াছড়িতে পদযাত্রা শেষে একটি পথসভা করবে। পথসভা শেষ করে দুপুরেই ফেনীর উদ্দেশ্যে রওনা হবেন। 

বিকেল ৫টায় বারৈয়ারহাট-লালপোল হয়ে ফেনীতে প্রবেশ করবে এনসিপির নেতারা। এরপর তারা সরাসরি ফেনীর ট্রাংক রোডে শহীদ মিনার প্রাঙ্গণে আয়োজিত পথসভায় যোগ দেবেন। সেখান থেকে পদযাত্রা করতে করতে মহিপালের উদ্দেশ্য যাবেন তারা। সেখানে তারা আরও একটি পথসভায় যোগ দেবেন। পরবর্তীতে সার্কিট হাউজে জুলাই অভ্যুত্থানে নিহত শহীদ পরিবার ও আহতদের সঙ্গে সাক্ষাৎ শেষে তারা নোয়াখালীর উদ্দেশ্য রওনা দেবেন।

পথসভায় প্রধান অতিথির বক্তব্য রাখবেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। প্রধান বক্তা থাকবেন দলের সদস্যসচিব আখতার হোসেন। এতে বিশেষ অতিথি থাকবেন এনসিপির দক্ষিণ অঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, উত্তর অঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দীন পাটওয়ারী, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন ও আরিফুল ইসলাম আদিব, সিনিয়র যুগ্ম সদস্যসচিব ডা. তাসনীম জারা ও নাহিদা সারোয়ার নিভা, সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসউদ, কেন্দ্রীয় সংগঠক আজিজুর রহমান রিজভী, কেন্দ্রীয় কমিটির সদস্য এহসানুল মাহবুব জোবায়েরসহ কেন্দ্রীয়, বিভাগীয়, জেলা ও উপজেলার নেতৃবৃন্দ। সমাবেশে জুলাই অভ্যুত্থানের শহীদ পরিবারের সদস্য ও আহতরা উপস্থিত থাকবেন।

এনসিপির কেন্দ্রীয় সংগঠক আজিজুর রহমান রিজভী বলেন, ইতোমধ্যে জেলা প্রশাসনের সঙ্গে আমাদের আলোচনা হয়েছে। প্রশাসন কেন্দ্রীয় নেতৃবৃন্দের নিরাপত্তায় সেনাবাহিনী, র‍্যাব, পুলিশসহ পর্যাপ্ত আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েনের আশ্বাস দিয়েছেন।এছাড়া ফেনীর বন্যার টাকা নিয়ে প্রশ্ন আসতে পারে, কারণ ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে এ নিয়ে ব্যাপক আলোচনা হচ্ছে। এসব বিষয়ে আমরা সতর্ক থাকব। অন্যান্য রাজনৈতিক দলের পক্ষ থেকে আমাদের শুভ কামনা জানিয়েছেন। সবমিলিয়ে নিরাপত্তা নিয়ে এখন পর্যন্ত আমরা শঙ্কিত নই।

এদিকে দলের পদযাত্রা ঘিরে জেলার প্রতিটি উপজেলায় চলছে মাইকিং, বিতরণ করা হচ্ছে লিফলেট। এছাড়াও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকেও চালানো হচ্ছে প্রচারণা।

এর আগে এ উপলক্ষ্যে শনিবার (১৯ জুলাই) বিকেলে ফেনী রিপোর্টার্স ইউনিটিতে এক সংবাদ সম্মেলন করেন এনসিপির নেতাকর্মীরা। এ সময় দলের কেন্দ্রীয় সংগঠক আজিজুর রহমান রিজভী, কেন্দ্রীয় কমিটির সদস্য এহসানুল মাহবুব জোবায়ের, ফেনী জেলার সংগঠক শাহ ওয়ালী উল্ল্যাহ মানিক, আবদুল্লাহ আল জোবায়ের, মুহাইমিন তাজিম, ওমর ফারুক ও আব্দুল আজিজ উপস্থিত ছিলেন।


ইউটি/টিএ


Share this news on:

সর্বশেষ

img
যুক্তরাষ্ট্রের মাঝ আকাশে উড়োজাহাজের ইঞ্জিনে আগুন Jul 20, 2025
img
গোপালগঞ্জে নির্বিচারে গণগ্রেফতার চলছে : রাশেদ খাঁন Jul 20, 2025
img
জুলাই মাসের মধ্যে জাতীয় সনদ চূড়ান্ত করার প্রত্যাশা আলী রীয়াজের Jul 20, 2025
img
জুলাই-আগস্ট ঘটনায় আনিসুল, সালমানসহ ১৭ জনের বিরুদ্ধে তদন্ত শেষ পর্যায়ে Jul 20, 2025
img
হাইকোর্ট নিয়ে মন্তব্য: সারজিস আলমের বিরুদ্ধে অবমাননার আবেদন নিষ্পত্তি Jul 20, 2025
img
২৫ বছরের মধ্যে আরও ৪ কোটি ১০ লাখ মানুষ চরম দারিদ্র্যে মধ্যে পড়বে: বিশ্বব্যাংক Jul 20, 2025
img
সালাহউদ্দিন আহমেদকে নিয়ে নাসির উদ্দিনের বক্তব্য উস্কানিমূলক ও অনাকাঙ্ক্ষিত : রাশেদ Jul 20, 2025
img
আলোচনায় থাকার কৌশল স্বীকার মিষ্টি জান্নাতের! Jul 20, 2025
img
নাপোলিতে যোগ দেয়ার আসল কারণ নিয়ে মুখ খুললেন ডি ব্রুইন Jul 20, 2025
img
হামজাদের হ্যাটট্রিক জয় Jul 20, 2025
ইনশাআল্লাহ পাকিস্তান হবে: সাথে সাথেই ভুল ভেঙ্গে দিলেন অন্যজন Jul 20, 2025
এক মাসের প্রস্তুতি, বিরামহীন প্রচারণা! জামায়াতের ব্যয়বহুল সমাবেশে নতুন নজির Jul 20, 2025
উটের চোখের জলে কুপোকাত ২৬ ধরনের সাপের বিষ! Jul 20, 2025
মোদির পাছুঁতে গেলে মিঠুনের সঙ্গে ঘটে গেলো চমকপ্রদ মুহূর্ত Jul 20, 2025
img
ডাকসুর তফসিল ২৯ জুলাই, নির্বাচন সেপ্টেম্বরের দ্বিতীয় সপ্তাহে Jul 20, 2025
img
ভারতে একই নারীকে বিয়ে করলেন দুই ভাই Jul 20, 2025
img
উচ্চকক্ষ নিয়ে আগামী ৩ দিনের মধ্যে একটা সিদ্ধান্ত হবে: আলী রীয়াজ Jul 20, 2025
img
রপ্তানি পণ্যে শুল্ক নিয়ে আলোচনার জন্য বাংলাদেশকে অপেক্ষার বার্তা যুক্তরাষ্ট্রের Jul 20, 2025
img
নাটকীয় ম্যাচে ফ্রান্সকে হারিয়ে সেমিফাইনালে জার্মানি Jul 20, 2025
img
এবার জোড়া গোলে রোনালদোর রেকর্ড ভাঙল মেসি Jul 20, 2025