সোমবার ফেনীতে এনসিপির পদযাত্রা

জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তি ও দেশ গড়তে জুলাই পদযাত্রার অংশ হিসেবে সোমবার (২১ জুলাই) ফেনীতে আসছে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতারা। এদিন শহরের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণ ও মহিপালে পথসভা করবে দলটি। পাশাপাশি শহরের বিভিন্ন সড়কে পদযাত্রা করবে দলের নেতাকর্মীরা। 

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সূত্রে জানা গেছে, সোমবার সকালে দলের নেতৃবৃন্দ খাগড়াছড়িতে পদযাত্রা শেষে একটি পথসভা করবে। পথসভা শেষ করে দুপুরেই ফেনীর উদ্দেশ্যে রওনা হবেন। 

বিকেল ৫টায় বারৈয়ারহাট-লালপোল হয়ে ফেনীতে প্রবেশ করবে এনসিপির নেতারা। এরপর তারা সরাসরি ফেনীর ট্রাংক রোডে শহীদ মিনার প্রাঙ্গণে আয়োজিত পথসভায় যোগ দেবেন। সেখান থেকে পদযাত্রা করতে করতে মহিপালের উদ্দেশ্য যাবেন তারা। সেখানে তারা আরও একটি পথসভায় যোগ দেবেন। পরবর্তীতে সার্কিট হাউজে জুলাই অভ্যুত্থানে নিহত শহীদ পরিবার ও আহতদের সঙ্গে সাক্ষাৎ শেষে তারা নোয়াখালীর উদ্দেশ্য রওনা দেবেন।

পথসভায় প্রধান অতিথির বক্তব্য রাখবেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। প্রধান বক্তা থাকবেন দলের সদস্যসচিব আখতার হোসেন। এতে বিশেষ অতিথি থাকবেন এনসিপির দক্ষিণ অঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, উত্তর অঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দীন পাটওয়ারী, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন ও আরিফুল ইসলাম আদিব, সিনিয়র যুগ্ম সদস্যসচিব ডা. তাসনীম জারা ও নাহিদা সারোয়ার নিভা, সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসউদ, কেন্দ্রীয় সংগঠক আজিজুর রহমান রিজভী, কেন্দ্রীয় কমিটির সদস্য এহসানুল মাহবুব জোবায়েরসহ কেন্দ্রীয়, বিভাগীয়, জেলা ও উপজেলার নেতৃবৃন্দ। সমাবেশে জুলাই অভ্যুত্থানের শহীদ পরিবারের সদস্য ও আহতরা উপস্থিত থাকবেন।

এনসিপির কেন্দ্রীয় সংগঠক আজিজুর রহমান রিজভী বলেন, ইতোমধ্যে জেলা প্রশাসনের সঙ্গে আমাদের আলোচনা হয়েছে। প্রশাসন কেন্দ্রীয় নেতৃবৃন্দের নিরাপত্তায় সেনাবাহিনী, র‍্যাব, পুলিশসহ পর্যাপ্ত আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েনের আশ্বাস দিয়েছেন।এছাড়া ফেনীর বন্যার টাকা নিয়ে প্রশ্ন আসতে পারে, কারণ ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে এ নিয়ে ব্যাপক আলোচনা হচ্ছে। এসব বিষয়ে আমরা সতর্ক থাকব। অন্যান্য রাজনৈতিক দলের পক্ষ থেকে আমাদের শুভ কামনা জানিয়েছেন। সবমিলিয়ে নিরাপত্তা নিয়ে এখন পর্যন্ত আমরা শঙ্কিত নই।

এদিকে দলের পদযাত্রা ঘিরে জেলার প্রতিটি উপজেলায় চলছে মাইকিং, বিতরণ করা হচ্ছে লিফলেট। এছাড়াও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকেও চালানো হচ্ছে প্রচারণা।

এর আগে এ উপলক্ষ্যে শনিবার (১৯ জুলাই) বিকেলে ফেনী রিপোর্টার্স ইউনিটিতে এক সংবাদ সম্মেলন করেন এনসিপির নেতাকর্মীরা। এ সময় দলের কেন্দ্রীয় সংগঠক আজিজুর রহমান রিজভী, কেন্দ্রীয় কমিটির সদস্য এহসানুল মাহবুব জোবায়ের, ফেনী জেলার সংগঠক শাহ ওয়ালী উল্ল্যাহ মানিক, আবদুল্লাহ আল জোবায়ের, মুহাইমিন তাজিম, ওমর ফারুক ও আব্দুল আজিজ উপস্থিত ছিলেন।


ইউটি/টিএ


Share this news on:

সর্বশেষ

img
বাংলাদেশের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার করতে চায় লাটভিয়া Sep 14, 2025
img
পাচার হওয়া অর্থ ফেরত আনার চেষ্টা করছে সরকার : অ্যাটর্নি জেনারেল Sep 14, 2025
img
দুর্নীতির মামলায় স্ত্রীসহ ছাগলকাণ্ডের মতিউর রহমান রিমান্ডে Sep 14, 2025
img
আমি শিবের ভক্ত, বিষ গিলে ফেলব: মোদি Sep 14, 2025
img
রাকসুর ভোট গণনা ওএমআর মেশিনেই হবে: প্রধান নির্বাচন কমিশনার Sep 14, 2025
img
ভারতের বিপক্ষে যে একাদশ নিয়ে নামতে পারে পাকিস্তান Sep 14, 2025
img
ভারতের টপ অর্ডার দ্রুত আউট করাই জয়ের চাবিকাঠি: মালিক Sep 14, 2025
img
বাজে হারে হতাশ হলেও সুপার ফোরের আশা রাখছেন নান্নু Sep 14, 2025
img
ইনু-হানিফসহ পাঁচজনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ জমা ২৮ সেপ্টেম্বর Sep 14, 2025
img

সাগর-রুনি হত্যা

১২১ বারের মতো পেছালো তদন্ত প্রতিবেদন Sep 14, 2025
img
শহীদ মিনারে ফরিদা পারভীনকে শেষ শ্রদ্ধা Sep 14, 2025
img
বিক্ষোভ-সহিংসতায় নেপালের পর্যটন খাতে ২৫০০ কোটি রুপির ক্ষতি Sep 14, 2025
img
৩৩ বছর পর নতুন নেতৃত্ব, শিক্ষার্থীদের স্বপ্নের ক্যাম্পাস গড়াতে চান ভিপি-জিএস Sep 14, 2025
img
সাংবাদিক পরিচয়ে থাকা মৌলভীবাজারে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার Sep 14, 2025
img
রজনীকান্তের সিনেমায় আমিরের অভিনয় নিয়ে বিতর্ক Sep 14, 2025
img
৪৮ ঘণ্টার মধ্যে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা না নিলে সচিবালয়-যমুনা ঘেরাও Sep 14, 2025
img
জুলাইয়ের শহীদ পরিবারের বরাদ্দ অর্থ এক বছরেও হস্তান্তর হয়নি: শিবির সেক্রেটারি সাদ্দাম Sep 14, 2025
img
ঢামেকে একসঙ্গে ৬ সন্তানের জন্ম দিলেন নারী Sep 14, 2025
img
চাকসুর নির্বাচনের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ, নতুন করে যুক্ত হয়েছে ১৭৬৮ Sep 14, 2025
ছাত্রদল কি পাশে ছিল না আবিদের? Sep 14, 2025