কক্সবাজারের জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদকে নিয়ে কটূক্তির প্রতিবাদে রাঙামাটিতে বিক্ষোভ ও সমাবেশ করেছে জেলা ছাত্রদল। রবিবার (২০ জুলাই) সকালে রাঙামাটিতে এনসিপির সমাবেশের আগেই শনিবার (১৯ জুলাই) রাত ১০টায় শহরে এ বিক্ষোভ করেন তারা। শহরের কাঠালতলীস্থ জেলা বিএনপি কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভটি শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে বনরূপা চত্বরে সমাবেশ করে। মিছিল থেকে এনসিপির বিরুদ্ধে নানা স্লোগান দেন তারা।
সমাবেশে বক্তব্য দেন জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক ফজলুল ইসলাম,অলি আহাদ ও সাধারণ সম্পাদক আলী আকবর সুমন।
তারা রবিবার রাঙামাটির সমাবেশে নাসীরুদ্দীন পাটওয়ারী যেন না থাকে সেই দাবি জানিয়ে এনসিপি নেতাদের উদ্দেশ্যে বলেছেন, যদি সমাবেশে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে কিংবা সিনিয়র নেতাদের নিয়ে কটূক্তি করা হয়,তাহলে উদ্ভূত পরিস্থিতির দায় এনসিপিকে নিতে হবে। আপনারা সমাবেশ করেন, আমাদের কোনো সমস্যা নাই। কিন্তু সালাহউদ্দিন আহমদকে নিয়ে কটূক্তি করায় নাসীরুদ্দীন পাটওয়ারী যেন আপনাদের নেতাদের সঙ্গে রাঙামাটিতে না আসে।
এদিকে রবিবার সকাল ১১টায় রাঙামাটি শহরের বনরূপা চত্বরে এনসিপির সমাবেশ অনুষ্ঠিত হবে, যাতে কেন্দ্রীয় আহ্বায়ক নাহিদ ইসলামসহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত থাকার কথা রয়েছে। ইতোমধ্যেই সমাবেশকে ঘিরে সকল প্রস্তুতি শেষ হওয়ার কথা জানিয়েছেন এনসিপির স্থানীয় সংগঠক জাহিদুল ইসলাম।