বৈদ্যুতিক যানবাহন (ইভি) ব্যাটারি উৎপাদনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু প্রযুক্তির রফতানিতে নিয়ন্ত্রণ আরোপ করেছে চীন। এই পদক্ষেপের মাধ্যমে দেশটি বৈশ্বিক ইভি রেসে তার আধিপত্য আরও সুসংহত করতে চাইছে।
ইভি ব্যাটারি উৎপাদন ও ব্যাটারির মূল কাঁচামাল লিথিয়াম প্রক্রিয়াকরণে ব্যবহৃত বেশ কিছু প্রযুক্তিকে সরকারের রফতানি নিয়ন্ত্রণ তালিকায় যুক্ত করা হয়েছে।
দেশটির বাণিজ্য মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, এই তালিকাভুক্ত প্রযুক্তিগুলো বিদেশে স্থানান্তর- যেমন বাণিজ্য, বিনিয়োগ বা প্রযুক্তিগত সহযোগিতার মাধ্যমে- করতে এখন সরকারি অনুমোদনের প্রয়োজন হবে।
এই নতুন নিয়ন্ত্রণ গত তিন মাস আগে আরোপিত কিছু বিরল মৃত্তিকা ধাতু ও সেগুলোর চুম্বকীয় উপাদানের ওপর দেয়া নিষেধাজ্ঞারই প্রতিফলন। এসব উপাদান শুধু ইভি উৎপাদনেই নয়, ভোক্তা ইলেকট্রনিক্স ও যুদ্ধবিমানের মতো সামরিক সরঞ্জামেও ব্যবহৃত হয়। যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান বাণিজ্য সংঘর্ষে চীনের বিরল মৃত্তিকা ধাতু সরবরাহ শৃঙ্খলে আধিপত্য একটি শক্তিশালী হাতিয়ার হয়ে উঠেছে।
কাঁচামাল প্রক্রিয়াকরণ থেকে ব্যাটারি উৎপাদন পর্যন্ত একটি পূর্ণাঙ্গ সরবরাহ শৃঙ্খল থাকায় চীন উচ্চ কর্মক্ষমতা ও সাশ্রয়ী মূল্যের ব্যাটারি তৈরি করতে সক্ষম হয়েছে। এর ফলে বৈশ্বিক প্রতিযোগিতামূলক ইভি বাজারে চীন একটি প্রধান খেলোয়াড়ে পরিণত হয়েছে।
বিশ্বজুড়ে অসংখ্য গাড়ি প্রস্তুতকারক তাদের যানবাহনে চীনা ইভি ব্যাটারি ব্যবহার করে। বাজার গবেষণা ও পরামর্শক প্রতিষ্ঠান এসএনই রিসার্চের তথ্য অনুযায়ী, বৈশ্বিক ইভি ব্যাটারি বাজারে চীনা উৎপাদকদের অংশীদারি অন্তত ৬৭%।
সূত্র: সিএনএন নিউজ।
কেএন/টিকে