রাষ্ট্রদ্রোহের ষড়যন্ত্রের অভিযোগে ওবামার বিচার দাবি তুলসির

সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা ও তার প্রশাসনের শীর্ষ কর্মকর্তাদের বিচার চেয়েছেন যুক্তরাষ্ট্রের গোয়েন্দা প্রধান তুলসী গ্যাবার্ড। তার দাবি, ডোনাল্ড ট্রাম্পকে হেয় করতে রাষ্ট্রদ্রোহী ষড়যন্ত্রে লিপ্ত ছিলেন ওবামা প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা।

শনিবার (১৯ জুলাই) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা আনাদোলু।

বার্তাসংস্থাটি বলছে, সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা ও তার প্রশাসনের শীর্ষ নিরাপত্তা কর্মকর্তারা ২০১৬ সালের নির্বাচনের পর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হেয় করতে “রাষ্ট্রদ্রোহী ষড়যন্ত্রে” জড়িত ছিলেন বলে যুক্তরাষ্ট্রের জাতীয় গোয়েন্দা পরিচালক তুলসী গ্যাবার্ড দাবি করেছেন। তিনি এ বিষয়ে আইনগত তদন্ত ও বিচার দাবি করেছেন।

গত শুক্রবার এক বিবৃতিতে গ্যাবার্ড বলেন, “২০১৬ সালে ট্রাম্পের জয়কে রাশিয়ার হস্তক্ষেপের ফল হিসেবে তুলে ধরতে গোয়েন্দা তথ্য জাল করে একাধিক শীর্ষ কর্মকর্তা মার্কিন জনগণের ইচ্ছার বিরুদ্ধে কাজ করেছেন। এটি ছিল এক দীর্ঘ মেয়াদি ষড়যন্ত্র।”



গ্যাবার্ড আরও বলেন, “যেসব নথি আমরা প্রকাশ করছি, তা স্পষ্ট করে যে ২০১৬ সালে সরকারের শীর্ষপর্যায়ের কর্মকর্তারা রাষ্ট্রদ্রোহী ষড়যন্ত্র করেছিলেন। তাদের উদ্দেশ্য ছিল জনগণের ভোটে নির্বাচিত প্রেসিডেন্টকে ক্ষমতা থেকে সরানো এবং জনগণের রায়কে বাতিল করা।”

তিনি বলেন, “এই ষড়যন্ত্রে যারা জড়িত, তারা যতই ক্ষমতাশালী হোন না কেন, তদন্ত করে আইনের আওতায় আনতে হবে। যাতে ভবিষ্যতে কেউ আর এমন চেষ্টা না করে।”

গ্যাবার্ডের দাবি অনুযায়ী, ২০১৬ সালের ডিসেম্বর মাসে হোয়াইট হাউসে জাতীয় নিরাপত্তা পরিষদের এক বৈঠকে বেশ কয়েকজন ওবামা প্রশাসনের উচ্চপর্যায়ের কর্মকর্তা অংশ নেন।

বৈঠনের পর তৎকালীন জাতীয় গোয়েন্দা পরিচালক জেমস ক্ল্যাপারের সহকারী বিভিন্ন গোয়েন্দা সংস্থাকে নির্দেশনা পাঠান “প্রেসিডেন্টের অনুরোধে একটি গোয়েন্দা বিশ্লেষণ তৈরি করতে, যাতে রাশিয়া কীভাবে নির্বাচনে হস্তক্ষেপ করেছে তা তুলে ধরা হয়।”

এ নির্দেশনার ভিত্তিতে সিআইএ, এফবিআই, এনএসএ এবং হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ একটি নতুন প্রতিবেদন তৈরি করে, যা ২০১৭ সালের ৬ জানুয়ারি প্রকাশ করা হয়। গ্যাবার্ড বলছেন, ওই প্রতিবেদনটি ছিল বিতর্কিত এবং পূর্ববর্তী মূল্যায়নের সঙ্গে সাংঘর্ষিক। এতে এমন কিছু উৎস ব্যবহার করা হয়েছিল, যাদের “অবিশ্বস্ত” হিসেবে চিহ্নিত করা হয়েছে।

তুলসী গ্যাবার্ড অভিযোগ করেন, ওবামা প্রশাসনের কর্মকর্তারা দ্য ওয়াশিংটন পোস্টসহ বিভিন্ন মার্কিন সংবাদমাধ্যমকে ভুল তথ্য দিয়েছিলেন। যেখানে বলা হয়, রাশিয়া সাইবার হামলা ও হ্যাকিংয়ের মাধ্যমে নির্বাচনের ফলকে প্রভাবিত করেছে।

তার ভাষায়, এসব তথ্যের ভিত্তিতে পরবর্তীতে জনমনে বিভ্রান্তি ছড়ানো হয় এবং নির্বাচিত প্রেসিডেন্টকে অবৈধভাবে দুর্বল করার চেষ্টা চলে।

তুলসী গ্যাবার্ড জানান, তিনি এ বিষয়ে যুক্তরাষ্ট্রের বিচার বিভাগে প্রয়োজনীয় নথি জমা দিয়েছেন, যাতে অভিযুক্তদের বিরুদ্ধে তদন্ত ও আইনি ব্যবস্থা গ্রহণ করা যায়। তিনি সতর্ক করে বলেন, “মার্কিন গণতন্ত্র ও রাষ্ট্রের ভবিষ্যৎ নির্ভর করছে এ বিচার প্রক্রিয়ার ওপর। জনগণের আস্থা ফিরিয়ে আনতেই এ পদক্ষেপ জরুরি।”


 পিএ/টিকে 

Share this news on:

সর্বশেষ

img
দ্রুত সময়ের মধ্যে অমীমাংসিত বিষয়ে ঐকমত্য তৈরি হবে, প্রত্যাশা আলী রীয়াজের Jul 20, 2025
img
গোপালগঞ্জের ঘটনায় ৪টি মামলা, আসামি ৫৪০০ Jul 20, 2025
img
হৃত্বিক বনাম এনটিআর জুনিয়র! ‘ওয়ার ২’-তে মহাসংঘর্ষ Jul 20, 2025
img
অভিনয়ে সাফল্য, তবে শৈশব ছিল সংগ্রামের; ভিকি কৌশলের অজানা গল্প Jul 20, 2025
img
টাইগারদের দাপুটে বোলিংয়ে ব্যাটিং বিপর্যয়ে পাকিস্তান Jul 20, 2025
মাথা ঘুরে পড়ে যাওয়ার ঘটনায় উদ্বিগ্ন ড. ইউনূস, কৃতজ্ঞতা জামায়াত আমিরের Jul 20, 2025
img
দলের প্রধানের প্রধানমন্ত্রী হওয়ার সুযোগ রাখা উচিত : সালাহউদ্দিন Jul 20, 2025
চলতি মাসেই জাতীয় সনদ, ঐক্যমতের পথে সব দল: আলী রিয়াজ Jul 20, 2025
img
দেশের ইতিহাসে প্রথমবার ‘নন-ডিসক্লোজার অ্যাগ্রিমেন্ট’ দেখলাম : দেবপ্রিয় Jul 20, 2025
img
আজারবাইজানে ঐতিহাসিক মসজিদের উদ্বোধন, দেড়শ বছর পর চালু Jul 20, 2025
img
চট্টগ্রামে শুরু এনসিপির সমাবেশ, যোগ দিচ্ছেন নেতাকর্মীরা Jul 20, 2025
img
কথার লড়াইয়ে মঞ্চে আগুন দেয়া, ব্যানার ছেঁড়া কোনো রাজনৈতিক চরিত্র হতে পারে না: সারজিস Jul 20, 2025
img
মিটফোর্ড ঘটনায় মূলহোতা মহিনের দায় স্বীকার Jul 20, 2025
img
সড়কে এমন সব যানবাহন আছে, যা থাকার কথা নয় : সড়ক উপদেষ্টা Jul 20, 2025
img
‘মেঘা১৫৭’-এর বিয়ের দৃশ্যে মন কাড়লেন চিরঞ্জীবী-নয়নতারা Jul 20, 2025
img
সৌদিতে গ্রেফতার ২৩ হাজারের বেশি প্রবাসী Jul 20, 2025
img
ভারতের প্রথম এফওয়ান চালকের জীবনী এবার সিনেমায় Jul 20, 2025
img
৪০ বছরের রপ্তানি খাতে এমন সংকট দেখিনি : এ কে আজাদ Jul 20, 2025
img
ভারতকে বেশি অর্থ দিয়ে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজকে বঞ্চিত করছে আইসিসি: মাইকেল ভন Jul 20, 2025
img
যে কারণে হাতে সবসময় এই ব্রেসলেট পরে থাকেন সালমান Jul 20, 2025