ভারতে একই নারীকে বিয়ে করলেন দুই ভাই

ভারতে শত শত মানুষের সামনে একই নারীকে বিয়ে করেছেন দুই ভাই। দেশটির হিমাচল প্রদেশের সিরমৌর জেলায় এই ঘটনা ঘটেছে। দুই ভাইকে বিয়ে করা কনে নিজের ইচ্ছাতেই এই সিদ্ধান্ত নিয়েছেন বলেও জানিয়েছেন।

ভারতীয় বার্তাসংস্থা পিটিআইয়ের বরাত দিয়ে রোববার (২০ জুলাই) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম এনডিটিভি।

প্রতিবেদনে বলা হয়েছে, হিমাচল প্রদেশের সিরমৌর জেলার শিল্লাই গ্রামের এক ঐতিহ্যবাহী বিয়েতে একই নারীকে বিয়ে করেছেন দুই ভাই। তাদের নাম প্রদীপ ও কপিল নেগি। পাত্রীর নাম সুনীতা চৌহান এবং শত শত মানুষের উপস্থিতিতে হট্টি উপজাতির বহু পুরোনো বহুগামিতা প্রথা মেনে এ বিয়ে হয়েছে।

মূলত তিন দিনব্যাপী এই বিয়ের উৎসব শুরু হয়েছিল গত ১২ জুলাই থেকে। কনে সুনীতা কুনহাট গ্রামের বাসিন্দা। তিনি জানান, “আমি এই প্রথা সম্পর্কে জানতাম এবং নিজের ইচ্ছাতেই এই সিদ্ধান্ত নিয়েছি। এটি আমাদের মধ্যে গড়ে ওঠা সম্পর্কের প্রতি আমার সম্মান।”

অন্যদিকে প্রদীপ বলেন, “এই বিয়ে নিয়ে আমরা গর্বিত। এটা গোপনে নয়, খোলামেলাভাবেই করেছি। সিদ্ধান্তটা ছিল পারিবারিক ও সম্মতিপূর্ণ।”

প্রদীপ বর্তমানে সরকারি চাকরি করছেন আর তার ছোট ভাই কপিল বিদেশে কর্মরত। কপিল জানান, “আমি বিদেশে থাকলেও এই বিয়ের মাধ্যমে আমাদের স্ত্রীকে ভালোবাসা, স্থিতি ও সহযোগিতা দেওয়ার প্রতিশ্রুতি দিচ্ছি। আমরা সব সময় স্বচ্ছতার পক্ষে।”

এনডিটিভি বলছে, হট্টি সম্প্রদায় হিমাচল-উত্তরাখণ্ড সীমান্তবর্তী এলাকায় বাস করে। ২০২২ সালে তাদের তফসিলি উপজাতি হিসেবে স্বীকৃতি দেওয়া হয়। হিমাচলের রাজস্ব আইন অনুযায়ী, এই বহুগামিতা প্রথাকে “জোড়িদারা” বলা হয় এবং এটি এখনো সেখানে আইনগত স্বীকৃতি পেয়ে থাকে।
শুধু ওই এলাকার বাদনা গ্রামেই গত ছয় বছরে এমন পাঁচটি বিয়ে হয়েছে।

গ্রামের প্রবীণরা জানান, এক সময় হট্টি সম্প্রদায়ে এমন বহুগামী বিয়ে ছিল নিয়মিত ঘটনা। তবে নারীদের মধ্যে শিক্ষার প্রসার, আর্থিক উন্নয়ন ও শহরমুখী প্রবণতার কারণে এসব বিয়ে এখন তুলনামূলকভাবে কম হচ্ছে। অনেক বিয়েই হচ্ছে গোপনে, তবে সামাজিকভাবে তা মেনে নেওয়া হচ্ছে।

বিশেষজ্ঞরা বলছেন, ভূমির বিভাজন রোধ করাই এই ধরনের বহুগামী প্রথার মূল কারণ। হট্টি সম্প্রদায়ের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক কুন্দন সিং শাস্ত্রী বলেন, “এই প্রথার উৎপত্তি হাজার হাজার বছর আগে। মূল উদ্দেশ্য ছিল, এক পরিবারের কৃষিজমি যাতে ছোট ছোট খণ্ডে ভাগ না হয়।”

তিনি আরও বলেন, “ভাইদের মধ্যে ঐক্য ও সহযোগিতা বজায় রাখা, দুর্গম পাহাড়ি এলাকায় কৃষিকাজ পরিচালনা করা এবং বড় পরিবারের মাধ্যমে নিরাপত্তা নিশ্চিত করাই এই প্রথার মূল ভিত্তি। একই পাত্রীর সঙ্গে দুই বা ততোধিক ভাইয়ের বিয়ে এমনকি ভিন্ন মাতার ভাইদেরও এক পাত্রীর সঙ্গে বিয়ে এটা স্বাভাবিক।”


 পিএ/টিকে 

Share this news on:

সর্বশেষ

img
এনআইডি’র সংশোধন আবেদনে ক্যাটাগরি নির্ধারণে নতুন নির্দেশনা দিল নির্বাচন কমিশন Jul 20, 2025
img
চট্টগ্রামে বাসে আগুন দিল দুর্বৃত্তরা Jul 20, 2025
আইফোন ১৭ আসছে ঝলমলে নতুন রঙ, ডিজাইন আর আকর্ষনীয় ফিচার নিয়ে Jul 20, 2025
img
'বাংলাদেশের অনুরোধে যুক্তরাজ্যে জব্দ করা সম্পত্তি বিক্রির কথা নয়' Jul 20, 2025
img
অতীতের শাসকেরা কেউ দিল্লিকে, কেউ লন্ডনকে সেকেন্ড হোম বানিয়েছে : হাসনাত Jul 20, 2025
img
ফের রাজধানী ঢাকায় ভারী বৃষ্টির পূর্বাভাস Jul 20, 2025
img
কক্সবাজারে বিক্ষোভ মিছিলে স্ট্রোক করে বিএনপি নেতার মৃত্যু Jul 20, 2025
img
আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করলেন দুদকের নতুন সচিব রহীম Jul 20, 2025
img
গোপালগঞ্জে কারফিউ ও ১৪৪ ধারা তুলে নেওয়া হলো Jul 20, 2025
জামায়াত আমিরের চিকিৎসার জন্য যেকোনো সহযোগিতা দিতে প্রস্তুত সেনাপ্রধান Jul 20, 2025
img
বাঙালি মানেই শাড়ি-রাবীন্দ্রিক! এই ছক কি ভাঙবে না বলিউড? Jul 20, 2025
img
১১১ রানের টার্গেটে ব্যাটিংয়ে বাংলাদেশ Jul 20, 2025
img
“ভুল হতেই পারে”, সরল স্বীকারক্তি সিদ্ধান্ত-এর Jul 20, 2025
img
টাইগারদের বোলিং তোপে ১১০ রানে অলআউট পাকিস্তান Jul 20, 2025
img
রাজনৈতিক দলগুলোকে সংশোধিত প্রস্তাব দিয়েছে কমিশন Jul 20, 2025
নামাজে মনোযোগ ধরে রাখার উপায় | ইসলামিক টিপস Jul 20, 2025
আওয়ামী লীগের হরতাল নিয়ে যা বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা Jul 20, 2025
গণগ্রেপ্তার নয়, এখন শুধু প্রকৃত অপরাধীদের ধরা হচ্ছে: স্বরাষ্ট্র উপদেষ্টা Jul 20, 2025
img
কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে ক্ষোভ জাভেদ আখতারের Jul 20, 2025
“আমাদের কেউ যেন ব্যবহার করতে না পারে” - রাঙামাটিতে সারজিস Jul 20, 2025