গাজীপুরের শ্রীপুরে বকেয়া বেতনের দাবিতে টায়ার জ্বালিয়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন এএ ইয়াং মিলস্ লিমিটেড নামে একটি কারখানার শ্রমিকেরা। রোববার (২০ জুলাই) সন্ধ্যা ৭টা থেকে উপজেলার জৈনাবাজার এলাকায় বকেয়া এই বিক্ষোভ করেন তারা।
স্থানীয় সূত্রে জানা যায়, জুলাই মাসের ২০ তারিখ হলেও এখনো জুন মাসের বেতন পরিশোধ করেনি মিল কর্তৃপক্ষ। এ নিয়ে কারখানায় উত্তেজনা তৈরি হলে শ্রমিকদের সঙ্গে কর্তৃপক্ষের বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে উত্তেজিত শ্রমিকরা পাশের মহাসড়কে গিয়ে অবরোধ গড়ে তোলেন। বিক্ষুব্ধ শ্রমিকরা কারখানার আসবাবপত্র ভাঙচুর করে তা মহাসড়কে এনে আগুন ধরিয়ে দেন, ফলে মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। খবর পেয়ে শিল্প পুলিশ ঘটনাস্থলে পৌঁছে শ্রমিকদের শান্ত করতে ব্যর্থ হয়। পরে জেলা পুলিশ ও সেনাবাহিনী এসে প্রায় ৩ ঘণ্টা অভিযান চালিয়ে রাত ১০টার দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং যান চলাচল স্বাভাবিক হয়।
এ বিষয়ে এএ ইয়াং মিলস্ লিমিটেড কারখানার মানবসম্পদ বিভাগের কর্মকর্তা মোহাম্মদ সুলতান উদ্দিন বলেন, বেতন-ভাতা পরিশোধের জন্য কারখানার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা হচ্ছে। এ বিষয়ে সিদ্ধান্ত হলে শ্রমিকদের জানানো হবে। কিন্তু এর আগেই শ্রমিকেরা কারখানায় ভাঙচুর করে রাস্তায় নামেন।