৪৮তম বিসিএসের লিখিত পরীক্ষায় উত্তীর্ণ ৫ হাজার ২০৬ জন

৪৮তম বিশেষ বিসিএস পরীক্ষার লিখিত অংশের (এমসিকিউ টাইপ) ফলাফল প্রকাশ করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)। এতে মোট ৫ হাজার ২০৬ জন প্রার্থী সাময়িকভাবে উত্তীর্ণ হয়েছেন। এর মধ্যে সহকারী সার্জন পদে ৪ হাজার ৬৯৫ জন এবং সহকারী ডেন্টাল সার্জন পদে উত্তীর্ণ হয়েছেন ৫১১ জন। রোববার (২০ জুলাই) দিবাগত রাত ১২টার দিকে এই ফল প্রকাশ করা হয়।

কমিশনের পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) মাসুমা আফরীনের সই করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের আগামী ৬ আগস্ট থেকে শুরু হতে যাওয়া মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। মৌখিক পরীক্ষার বিস্তারিত সময়সূচি যথাসময়ে সংবাদমাধ্যম, পিএসসির ওয়েবসাইট এবং এসএমএস-এর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। ডাকযোগে কাউকে সাক্ষাৎকারপত্র পাঠানো হবে না। প্রার্থীদের পিএসসির ওয়েবসাইট থেকেই মৌখিক পরীক্ষার সাক্ষাৎকারপত্র ডাউনলোড করে নির্ধারিত দিনে কমিশনের ঢাকাস্থ প্রধান কার্যালয়ের বোর্ডে নির্ধারিত সময় অনুযায়ী উপস্থিত থাকতে হবে।

একইসাথে মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য উত্তীর্ণ প্রার্থীদেরকে BPSC Form-1 (Applicant's Copy) এর সঙ্গে নির্ধারিত কিছু কাগজপত্রের দুই সেট সত্যায়িত কপি বোর্ডে জমা দিতে হবে। জমা দিতে হবে সদ্য তোলা তিন কপি রঙিন সত্যায়িত ছবি, এসএসসি ও অন্যান্য শিক্ষাগত যোগ্যতার সনদ, ট্রান্সক্রিপ্ট ও মার্কশিট, জন্মতারিখ প্রমাণে এসএসসি বা সমমানের সনদ (ও-লেভেল ও এ-লেভেল উত্তীর্ণদের জন্য জন্মতারিখযুক্ত দালিলিক প্রমাণ), বিদেশি ডিগ্রি থাকলে সমমানের স্বীকৃতি সনদ এবং এমবিবিএস ও বিডিএস ডিগ্রিধারীদের জন্য বিএমডিসির নিবন্ধন সনদ। অবতীর্ণ প্রার্থীদের ক্ষেত্রে নির্ধারিত সময়ের মধ্যে পরীক্ষা সম্পন্ন হয়েছে মর্মে পরীক্ষা নিয়ন্ত্রক বা প্রতিষ্ঠান প্রধান কর্তৃক স্বাক্ষরিত প্রত্যয়নপত্র জমা দিতে হবে, যা পরীক্ষার শুরুর ও শেষের তারিখসহ হতে হবে। প্রার্থীর ওজন, উচ্চতা এবং বুকের মাপ সংক্রান্ত বিএমডিসি নিবন্ধিত চিকিৎসকের প্রত্যয়নপত্র, যেটিতে চিকিৎসকের রেজিস্ট্রেশন নম্বর উল্লেখ থাকবে, সেটিও জমা দিতে হবে।

আবার যদি কোনো প্রার্থী বর্তমানে সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত বা স্থানীয় সরকার সংস্থার চাকরিতে নিযুক্ত থাকেন, তাহলে তাকে নিয়োগকারী কর্তৃপক্ষের অনুমোদিত ছাড়পত্র জমা দিতে হবে। চাকরি ত্যাগ বা অপসারিত হয়ে থাকলে সে সম্পর্কিত প্রমাণপত্র জমা দিতে হবে। ক্ষুদ্র নৃগোষ্ঠীভুক্ত, শারীরিকভাবে প্রতিবন্ধী বা তৃতীয় লিঙ্গভুক্ত প্রার্থীদের জন্য নির্ধারিত কর্তৃপক্ষের স্বাক্ষরিত সনদের সত্যায়িত কপি জমা দিতে হবে। প্রার্থীকে অবশ্যই জাতীয় পরিচয়পত্র, জন্মনিবন্ধন সনদ কিংবা পাসপোর্টের যেকোনো একটি সঙ্গে আনতে হবে। মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা বা বীরাঙ্গনার সন্তানদের ক্ষেত্রে পিতা বা মাতার নির্দিষ্ট সময়ের নির্ভরযোগ্য মুক্তিযোদ্ধা সনদের সত্যায়িত কপি জমা দিতে হবে। স্থায়ী ঠিকানার প্রমাণে জাতীয় পরিচয়পত্রের কপি, এবং স্থানীয় জনপ্রতিনিধি বা নোটারি পাবলিক কর্তৃক স্বাক্ষরিত সনদপত্র জমা দিতে হবে।

নির্দেশনায় আরও বলা হয়েছে, প্রার্থীদেরকে কমিশনের ওয়েবসাইট (www.bpsc.gov.bd) অথবা Teletalk BD Ltd. এর ওয়েবসাইট (http://bpsc.teletalk.com.bd) থেকে অনলাইনে বাংলায় BPSC Form-3 পূরণ করে নির্ধারিত সময়ের মধ্যে জমা দিতে হবে। অনলাইনে জমা দেওয়া ফরমের দুইটি প্রিন্ট কপি মৌখিক পরীক্ষার বোর্ডে সঙ্গে আনতে হবে। এছাড়াও, পুলিশ ভেরিফিকেশন ফরম (প্রাক্ চাকরি বৃত্তান্ত যাচাই ফরম) তিন কপি পূরণ করে সংশ্লিষ্ট কাগজপত্রসহ জমা দিতে হবে।

 পিএসসি জানিয়েছে, লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হওয়া মানেই মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের নিশ্চয়তা নয়। প্রার্থীদেরকে অবশ্যই সঠিক ও সম্পূর্ণ তথ্যসহ প্রযোজ্য কাগজপত্র পেশ করতে হবে। কোনো অসত্য তথ্য, জাল সনদ, দুর্নীতি বা প্রতারণা প্রমাণিত হলে প্রার্থিতার পাশাপাশি ভবিষ্যতের পরীক্ষার জন্যও প্রার্থীকে অযোগ্য ঘোষণা করা হবে। এমনকি চাকরিতে যোগদানের পরও যদি কোনো অসঙ্গতি প্রমাণিত হয়, তাহলে চাকরিচ্যুতি ও আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

কমিশনের তথ্য অনুযায়ী, ফলাফল সম্পর্কে মোবাইল ফোনের মাধ্যমে জানার জন্য PSC 48 লিখে স্পেস দিয়ে রেজিস্ট্রেশন নম্বর লিখে ১৬২২২ নম্বরে পাঠালে উত্তীর্ণ বা অনুত্তীর্ণ তথ্য জানিয়ে ফিরতি বার্তা পাঠানো হবে। যেমন—PSC 48 123456 Send to 16222। এছাড়াও, যেসব প্রার্থী পূর্বে ৪৬তম বা ৪৭তম বিসিএস পরীক্ষায় আবেদন করেছেন, তাদেরকে অবশ্যই ২৩ জুলাই ২০২৫ এর মধ্যে নির্ধারিত গুগল ফর্ম (https://forms.gle/jstW39S12eWi9oBk6) পূরণ করে জমা দিতে হবে বলেও জানানো হয়েছে।

ইউটি/টিএ


Share this news on:

সর্বশেষ

img
জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে জামায়াত Nov 02, 2025
img
ওসিএসের পাশে তার নিক্ষেপ : ২০ মিনিট বন্ধ ছিল মেট্রোরেল! Nov 02, 2025
img
উপহারের নৌকা নিয়ে বিপাকে উপদেষ্টা, পরামর্শ দিলেন রাশেদ খান Nov 02, 2025
img
জাতীয় যথাসময়ে ভোটের পাশাপাশি জুলাই সনদের আইনি ভিত্তি ও বাস্তবায়ন চায় এনসিপি Nov 02, 2025
img
১৫০ মিলিয়ন অ্যালবাম বিক্রি করে শীর্ষ ধনী সংগীতশিপ্লী জাস্টিন বিবার Nov 02, 2025
img
রুনা লায়লাকে নিয়ে আবদুল্লাহ আল মুক্তাদির উপন্যাস Nov 02, 2025
img
ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচি বন্ধ করবে না ইরান : আরাগচি Nov 02, 2025
img
মধ্যপ্রাচ্যে শান্তি ও স্থিতিশীলতার ওপর গুরুত্বারোপ ঢাকার Nov 02, 2025
img
হ্যালোইনে ভূত নয়, একাকীত্ব ভয় দেখায় সিঙ্গেলদের ! Nov 02, 2025
img
জন্মদিনে শাহরুখের ‘কিং’ ছবির টিজার প্রকাশ্যে! Nov 02, 2025
img
বিএনপির ১০ দিনের কর্মসূচি ঘোষণা Nov 02, 2025
img
সন্দীপ রেড্ডির নতুন ছবি ‘স্পিরিট’-এ প্রভাসের সাহসী দৃশ্য নিয়ে জল্পনা Nov 02, 2025
img
আজ থেকে জাতীয় নির্বাচনের ক্যাম্পেইন শুরু, প্রথম টিজার প্রকাশ Nov 02, 2025
img
ভিন্নমত পোষণের প্রস্তাব বাদ দিলে নির্বাচিত সরকার অকার্যকর হয়ে পড়বে: ছাত্রদলের সাধারণ সম্পাদক Nov 02, 2025
img
এবারের ইজতেমা জাতীয় নির্বাচনের পর অনুষ্ঠিত হবে : ধর্ম উপদেষ্টা Nov 02, 2025
img

ফেসবুক পোস্টে বিডা চেয়ারম্যান

ইনভেস্টর জার্নিকে কেন্দ্র করে চালু হলো বিডার নতুন সাংগঠনিক কাঠামো Nov 02, 2025
img
জরুরি বৈদ্যুতিক মেরামতের কারণে মেট্রোরেল আধাঘন্টা বন্ধ থাকবে Nov 02, 2025
img
ছাত্রসংসদ নির্বাচন বিষয়ে নূরের বক্তব্যে সমর্থন জানিয়ে যা বললেন রাশেদ খান Nov 02, 2025
img
বিজয় করুর ট্র্যাজেডির দায়বদ্ধতা আমাদের সবার বললেন অজিত কুমার Nov 02, 2025
img
হানিফসহ ৪ জনের বিচার শুরু, গ্রেপ্তারি পরোয়ানা জারি Nov 02, 2025