বাসেও এবার চালু হলো ‘র‌্যাপিড পাস’ সেবা

নগরবাসীর যাতায়াতের সুবিধার্থে মেট্রোরেলের পাশাপাশি বাস সার্ভিসে চালু হলো ‘র‌্যাপিড পাস’ বা স্মার্ট কার্ড সার্ভিস। এখন থেকে রাজধানীর হাতিরঝিল চক্রাকার বাস সার্ভিস ও মতিঝিল-শিববাড়ী রুটের বিআরটিসি বাসে এই সার্ভিস চালু করা হয়েছে। স্মার্ট কার্ড সার্ভিসের মাধ্যমে একজন যাত্রী যে কোনো যানবাহনে নগদ বা ভাংতি টাকার ঝামেলা ছাড়াই কার্ড ব্যবহার করে যাতায়াত করতে পারবেন।


রবিবার রাজধানীর হাতিরঝিল এলাকায় এফডিসি কাউন্টার সংলগ্ন স্থানে এ কার্যক্রমের উদ্বোধন করেন সড়ক পরিবহন ও সেতু উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মো. খোদা বখস চৌধুরী ও শেখ মইনউদ্দিন, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সিনিয়র সচিব এহসানুল হক, ডিটিসিএ নির্বাহী পরিচালক নীলিমা আখতার, বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার বিশেষ সহকারী ও কেন্দ্রীয় শ্রমিক দলের প্রধান সমন্বয়ক অ্যাডভোকেট শামছুর রহমান শিমুল বিশ্বাস, ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক মো. সাইফুল আলম প্রমুখ।


ফাওজুল কবির খান বলেন, ‘বাংলাদেশের এমন সব যানবাহন আছে, যেগুলো থাকার কথা ছিল না। আপনারা জানেন আজ থেকেই মেয়াদোত্তীর্ণ ও ফিটনেসবিহীন গাড়ি তুলে নেওয়ার জন্য বিআরটিএর অভিযান চলমান আছে। একটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে, কোনো ব্যবসায়ীকে ক্ষতিগ্রস্ত করা আমাদের উদ্দেশ্য নয়। ফিটনেসবিহীন ও মেয়াদোত্তীর্ণ গাড়ি সড়কে থাকলে যানজট তৈরি হয়। 

তিনি বলেন, দীর্ঘদিনের অভিযোগ তো আর একদিনে শেষ করা যাবে না। আমরা চেষ্টা করছি কিছু একটা সূচনা করতে। অন্তত আমরা যেন কিছুটা অভিযোগ লাঘব করতে পারি। মেট্রোরেল হওয়াতে জনমনে একটা স্বস্তি হয়েছে এবং যাতায়াতে একটা গতি এসেছে। সড়কেও আমাদের সেই গতিটা আনতে হবে। আমরা শ্রমিক নেতা শিমুল বিশ্বাসের সঙ্গে আলাপ-আলোচনা করেছি। সড়ক থেকে ফিটনেসবিহীন গাড়িগুলোকে সরাতে হবে। আমরা সরকারের পক্ষ থেকে বলেছি, বিশেষ রেয়াতি হারে ঋণের ব্যবস্থা করব। কিন্তু মেহেরবানি করে বাসগুলো আপনাদের সরাতে হবে। বাস মালিককে ক্ষতিগ্রস্ত করার সরকারের উদ্দেশ্য নয়।

সড়ক উপদেষ্টা বলেন, যেখানে সেখানে বাস থামানো বন্ধ করতে হবে। আমরা যদি যেখানে সেখানে বাস থামানো বন্ধ করতে পারি তবে বর্তমান ব্যবস্থাতেই অনেকটা গতি আসবে। আমাদের একটাই উদ্দেশ্য সড়কের গতি বৃদ্ধি করা। বাইরের দুনিয়াতে যেটা আগে থেকে ছিল সেটা আমরা এখন করতে চাই। টিকিটের জন্য যেন লম্বা লাইন ধরতে না হয় সেজন্য অ্যাপের মাধ্যমে টিকিটিংয়ের ব্যবস্থা করা হবে।

ভবিষ্যতে নৌযান, রেলওয়ে, সেতু টোলে যুক্ত হবে। অনুষ্ঠানে ডিটিসিএ নির্বাহী পরিচালক নীলিমা আখতার বলেন, র‌্যাপিড পাস কার্ডের মাধ্যমে সব গণপরিবহনের ভাড়া আদায়ের অংশ হিসেবে হাতিরঝিল চক্রাকার বাস সার্ভিসে (এইচ আর ট্রান্সপোর্ট এজেন্সি) র‌্যাপিড পাস কার্ডের মাধ্যমে ভাড়া আদায় কার্যক্রম চালু করা হয়েছে। এ কার্ডের মাধ্যমে মেট্রোরেলসহ সব গণপরিবহনে যাতায়াত করা যাবে। সরকার নির্ধারিত ভাড়ার অতিরিক্ত ভাড়া নেওয়ার সুযোগ নেই। নগদ ও ভাংতি টাকার ঝামেলা নেই।

তিনি বলেন, এ কার্ড হাতিরঝিল চক্রকার বাসের সব কাউন্টারে পাওয়া যাবে। এ ছাড়া ডাচ বাংলা ব্যাংকের সব শাখা ও মেট্রোরেল স্টেশনগুলো থেকে এ কার্ড সংগ্রহ করা যাবে। এছাড়া একই অনুষ্ঠানে মতিঝিল থেকে গাজীপুরের শিববাড়ী পর্যন্ত বিআরটিসির ১০টি বাসে র‌্যাপিড পাস কার্ড চালু করা হয়।

ডিটিসিএর নির্বাহী পরিচালক জানান, এই উদ্যোগ নগরের গণপরিবহন ব্যবস্থাকে আরও স্মার্ট, নগদবিহীন, স্বচ্ছ এবং যাত্রীবান্ধব করে তুলবে। মেট্রোরেল লাইন-৬-এ র‌্যাপিড পাস ব্যবহারকারীর সংখ্যা ইতোমধ্যে গড়ে ৬৮ শতাংশ ছাড়িয়ে গেছে। এ ছাড়া র‌্যাপিড পাসের মাধ্যমে ভাড়া আদায় এখন মেট্রোরেল ছাড়িয়ে বাস, নৌপথ এবং রেল পরিবহনেও বিস্তৃত হচ্ছে। হাতিরঝিল ওয়াটার ট্যাক্সি সার্ভিসে র‌্যাপিড পাসের পাইলট চালু হয়েছে। হাতিরঝিল ওয়াটার ট্যাক্সি পরিষেবায় পাইলট কার্যক্রম শুরু হয়েছে; অচিরেই যাত্রীরা র‌্যাপিড পাস ব্যবহার করে ভাড়া পরিশোধ করতে পারবেন।

ইউটি/টিএ


Share this news on:

সর্বশেষ

img
উপহারের নৌকা নিয়ে বিপাকে উপদেষ্টা, পরামর্শ দিলেন রাশেদ খান Nov 02, 2025
img
জাতীয় যথাসময়ে ভোটের পাশাপাশি জুলাই সনদের আইনি ভিত্তি ও বাস্তবায়ন চায় এনসিপি Nov 02, 2025
img
১৫০ মিলিয়ন অ্যালবাম বিক্রি করে শীর্ষ ধনী সংগীতশিপ্লী জাস্টিন বিবার Nov 02, 2025
img
রুনা লায়লাকে নিয়ে আবদুল্লাহ আল মুক্তাদির উপন্যাস Nov 02, 2025
img
ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচি বন্ধ করবে না ইরান : আরাগচি Nov 02, 2025
img
মধ্যপ্রাচ্যে শান্তি ও স্থিতিশীলতার ওপর গুরুত্বারোপ ঢাকার Nov 02, 2025
img
হ্যালোইনে ভূত নয়, একাকীত্ব ভয় দেখায় সিঙ্গেলদের ! Nov 02, 2025
img
জন্মদিনে শাহরুখের ‘কিং’ ছবির টিজার প্রকাশ্যে! Nov 02, 2025
img
বিএনপির ১০ দিনের কর্মসূচি ঘোষণা Nov 02, 2025
img
সন্দীপ রেড্ডির নতুন ছবি ‘স্পিরিট’-এ প্রভাসের সাহসী দৃশ্য নিয়ে জল্পনা Nov 02, 2025
img
আজ থেকে জাতীয় নির্বাচনের ক্যাম্পেইন শুরু, প্রথম টিজার প্রকাশ Nov 02, 2025
img
ভিন্নমত পোষণের প্রস্তাব বাদ দিলে নির্বাচিত সরকার অকার্যকর হয়ে পড়বে: ছাত্রদলের সাধারণ সম্পাদক Nov 02, 2025
img
এবারের ইজতেমা জাতীয় নির্বাচনের পর অনুষ্ঠিত হবে : ধর্ম উপদেষ্টা Nov 02, 2025
img

ফেসবুক পোস্টে বিডা চেয়ারম্যান

ইনভেস্টর জার্নিকে কেন্দ্র করে চালু হলো বিডার নতুন সাংগঠনিক কাঠামো Nov 02, 2025
img
জরুরি বৈদ্যুতিক মেরামতের কারণে মেট্রোরেল আধাঘন্টা বন্ধ থাকবে Nov 02, 2025
img
ছাত্রসংসদ নির্বাচন বিষয়ে নূরের বক্তব্যে সমর্থন জানিয়ে যা বললেন রাশেদ খান Nov 02, 2025
img
বিজয় করুর ট্র্যাজেডির দায়বদ্ধতা আমাদের সবার বললেন অজিত কুমার Nov 02, 2025
img
হানিফসহ ৪ জনের বিচার শুরু, গ্রেপ্তারি পরোয়ানা জারি Nov 02, 2025
img
দুপুরে যমুনা অভিমুখে লংমার্চ ইবতেদায়ি শিক্ষকদের Nov 02, 2025
img
প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন আশানুরূপ নয়: প্রাথমিক শিক্ষা উপদেষ্টা Nov 02, 2025