দক্ষিণী অভিনেত্রী শ্রীলীলা আবারও আলোচনায়, তবে এবার তার অভিনয় বা চরিত্র নয়, বরং ভাইরাল হওয়া একটি গানের দৃশ্যে নৃত্যভঙ্গিমা ঘিরে সৃষ্টি হয়েছে বিতর্ক। সদ্য মুক্তিপ্রাপ্ত দ্বিভাষিক সিনেমা জুনিয়র-এর “ভাইরাল বৈয়ারি” গানটি সামাজিক মাধ্যমে ঝড় তুললেও গানটির দৃশ্যে শ্রীলীলার “মাস অ্যাপিল” নাচকে ঘিরে শুরু হয়েছে মিশ্র প্রতিক্রিয়া।
ছবিটির নায়ক হিসেবে আত্মপ্রকাশ করেছেন কিরীটি রেড্ডি, যিনি নিজের শক্তিশালী নাচ এবং ক্যামেরার উপস্থিতি দিয়ে অনেকের প্রশংসা কুড়িয়েছেন। অন্যদিকে শ্রীলীলার মাত্র এক গানে উপস্থিতি থাকলেও তার নাচে বোল্ড এক্সপ্রেশন ও শরীরচর্চার প্রদর্শন নিয়ে দর্শক মহলে দুই রকম প্রতিক্রিয়া লক্ষ্য করা যাচ্ছে।
সমালোচকদের একাংশ বলছেন, শ্রীলীলার অঙ্গভঙ্গি ও নৃত্যরীতিতে অতিরঞ্জন আছে, যা অপ্রয়োজনীয় এবং চটকদার। কেউ কেউ অভিযোগ করেছেন, তিনি নাকি মোটা অঙ্কের পারিশ্রমিকের বিনিময়ে বিতর্কিত কোরিওগ্রাফিতে অংশ নিয়েছেন, যা তিনি অতীতে করতেন না। এর বিপরীতে অনেকে বলছেন, বাণিজ্যিক সিনেমায় এমন দৃশ্য নতুন নয়। কেউ কেউ ৯০-এর দশকের প্রলোভনময় নাচের দৃশ্যের সঙ্গেও তুলনা টেনেছেন।
এছাড়া আরও প্রশ্ন উঠেছে, সিনেমাটিতে শ্রীলীলার ভূমিকা আসলে কী? যদি কেবল একটি গানের জন্যই তাকে নেওয়া হয়ে থাকে, তবে তার প্রতিভার যথাযথ ব্যবহার হয়নি বলেই মনে করছেন অনেকেই। শ্রীলীলা বর্তমানে রবি তেজার বিপরীতে মাস জাতারা ছবির কাজ করছেন, যেখানে দর্শকরা তাকে আরও শক্তিশালী চরিত্রে দেখতে চায় বলে মত প্রকাশ করছেন।
গানের সাফল্য যেমন সামাজিক মাধ্যমে আলোচনার ঝড় তুলেছে, তেমনি এই বিতর্কও আবারও সামনে এনে দিয়েছে বাণিজ্যিক সিনেমায় নারী শিল্পীদের ভূমিকা, শরীরচর্চার প্রদর্শন এবং বাস্তব প্রতিভার অবমূল্যায়ন সংক্রান্ত পুরনো প্রশ্নগুলো।
ইউটি/টিএ