ক্যামেরার ফোকাস ঘুরে গেল গ্যালারিতে দাঁড়িয়ে থাকা এক দম্পতির দিকে। সঙ্গে আছেন বছর-তিরিশের এক নারীও। তিনজনই মাঠের দিকে কারো উদ্দেশে হাত নাড়ছেন। তারা হাত নেড়েছেন মিচেল ওয়েন আলজারি জোসেফকে ছক্কা মারার পর, ওই ছক্কা দিয়েই অস্ট্রেলিয়ার হয়ে অভিষেকে অর্ধশতক পূর্ণ করেন তিনি।
সাবিনা পার্কের গ্যালারিতে হাত নাড়তে থাকা ওই দম্পতি ওয়েনের বাবা-মা। আর তাদের সঙ্গের নারীটি ওয়েনের প্রেমিকা। জাতীয় দলে প্রিয় মানুষের অভিষেক ম্যাচ দেখতে ওয়েস্ট ইন্ডিজে হাজির হয়েছিলেন তারা। কোনোভাবেই তাদের হতাশ হতে হয়নি, ওয়েন তো ফিফটিই করেছেন, অস্ট্রেলিয়াও ম্যাচটি জিতেছে ৩ উইকেটের ব্যবধানে। পাঁচ ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল তারা।
আলোচনা দিয়েই ওয়েন জাতীয় দলে ডাক পেয়েছিলেন। বিগ ব্যাশে যৌথভাবে দ্রুততম শতকের মালিক তিনি। এরপর দল পেয়েছেন আরও চারটি দেশের ফ্র্যাঞ্চাইজি লিগে। এসএ২০-তে পার্ল রয়্যালস, পিএসএলে পেশোয়ার জালমি, আইপিএলে পাঞ্জাব কিংসে খেলার পর মেজর লিগ ক্রিকেটে ব্যাট হাতে ৩১৩ রান করে ও বল হাতে ১৪ উইকেট নিয়ে হন টুর্নামেন্টসেরা। এমন পারফরম্যান্সের পর জাতীয় দলে ঢুকে সিরিজের প্রথম টি-টোয়েন্টির একাদশেও জায়গা করে নেন।
ওয়েন নির্বাচকদের আস্থার প্রতিদান দিয়েছেন, অবশ্য ২৬ বলে অর্ধশতক করে পরের বলেই আউট হন। তার আগে অস্ট্রেলিয়ার হয়ে টি-২০ অভিষেকে হাফসেঞ্চুরি আছে রিকি পন্টিং ও ডেভিড ওয়ার্নারের। ওয়েনের মতো অর্ধশতক করেছেন ক্যামেরন গ্রিনও (২৬ বলে ৫১)। তাতে ওয়েস্ট ইন্ডিজের দেওয়া ১৯০ রানের লক্ষ্য অস্ট্রেলিয়া ৭ বল হাতেই রেখেই পেরিয়ে যায়।
৮ মাস পর টি-২০ দলে ফেরা ফ্রেসার ম্যাকগার্ক প্রভাব রাখতে পারেননি। ৭ বলে মাত্র ২ রান করে জেসন হোল্ডারের শিকার হয়েছেন তিনি। ওয়েস্ট ইন্ডিজের হয়ে হোল্ডার, জোসেফ ও গুদাকেশ মতি ২টি করে উইকেট নেন।
ওয়েস্ট ইন্ডিজ ৮ উইকেটে ১৮৯ রান করেছিল রোস্টন চেজ, শাই হোপ, শিমরন হেটমায়ার ও ব্রান্ডন কিংয়ের ব্যাটে। চেজ ৩২ বলে ৬০, হোপ ৩৯ বলে ৫৫, হেটমায়ার ১৯ বলে ৩৮ ও কিং ১২ বলে ১৮ রান করেন। বেন ডারশুইসের তোপে বাকিরা ডাহা ব্যর্থ হন। ডারশুইস ৩৬ রানে নেন ৪ উইকেট।
এমআর/টিকে