নতুন বাংলাদেশ গড়তে সমাজ থেকে সন্ত্রাস, চাঁদাবাজি, দুর্নীতি ও খুন-গুমের রাজত্ব সরাতে দলমত নির্বিশেষে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর মুখ্য সমন্বয়ক নাসির উদ্দীন পাটোয়ারী।
তিনি তরুণদের উদ্দেশে বলেন, নতুন বাংলাদেশ নির্মাণের পথে যারা দেশের পতাকা হাতে নিয়েছেন, তাদের সামনে হামলা-মামলা আসবে। শহীদদের রক্তে অনুপ্রাণিত হয়ে সাহসের সঙ্গে এই চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে। যদি আপনারা হোঁচট খান, তবে বাংলাদেশের পতাকা হোঁচট খাবে। সেই পতাকা রক্ষার দায়িত্ব আপনাদেরই।
শনিবার (২০ জুলাই) খাগড়াছড়ি মুক্তমঞ্চে ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ শেষে এক সমাবেশে তিনি এসব কথা বলেন।
নাসির উদ্দীন পাটোয়ারী বলেন, পুরনো বন্দোবস্ত থেকে বেরিয়ে আমাদের নতুন বাংলাদেশের পথে হাঁটতে হবে। শিক্ষা, স্বাস্থ্য, নির্বাচন কমিশন, পুলিশ প্রশাসন ও আমলাতন্ত্রের ব্যাপক সংস্কার প্রয়োজন। পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক দলের অর্থনৈতিক কর্মকাণ্ডও স্বচ্ছ ও জবাবদিহিতার আওতায় আনতে হবে।
তিনি বলেন, আমরা যদি সংস্কার করতে না পারি, তবে যেসব মানুষ দেশের জন্য রক্ত দিয়েছে, রাজপথে শহীদ হয়েছে—তাদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করা হবে। শহীদদের রক্ত ও আহতদের আত্মত্যাগের কথা মনে রেখে সবাইকে বিবেকের কাছে সৎ থাকতে হবে।
আওয়ামী লীগের সমালোচনা করে নাসির উদ্দীন পাটোয়ারী বলেন, আওয়ামী লীগের বিচার করতে না পারলে তারা গোখরো সাপের মতো দংশন করবে। আপনার সন্তানদের হত্যা করতে তাদের কোনো দ্বিধা থাকবে না। তাই সন্তানদের রক্ষায় আমাদের দাবির সঙ্গে ঐক্যবদ্ধ হন। বিএনপি, জামায়াত, বাম—আপনি যে রাজনীতিতেই থাকুন না কেন, বিভেদের দেয়াল নয়, আমাদের একটাই শক্তি হবে—মুক্তিযুদ্ধের তিনটি আকাঙ্ক্ষা: সাম্য, মানবিক মর্যাদা ও ন্যায়বিচার।
এসএন